For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ইংল্যান্ড টেস্টে সর্বাধিক পাঁচ উইকেট শিকারির তালিকায় মাত্র এক জন ব্রিটিশ!

ভারত বনাম ইংল্যান্ড টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাঁচ বোলারের তালিকায় মাত্র এক ব্রিটিশ!

  • |
Google Oneindia Bengali News

আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের আবহে প্রায় এক বছর পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়া নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। সেই সঙ্গে পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত যতবারই দুই দল টেস্টে মুখোমুখি হয়েছে, ইতিহাস রচনা হয়েছে। সেই আবহে দেখে নেওয়া যাক, ভারত ও ইংল্যান্ডের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কারা।

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন

ভারত বনাম ইংল্যান্ড টেস্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে ২৪টি টেস্ট ম্যাচ খেলে ৯৯টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। আর এক উইকেট নিলেই শতক পূর্ণ করবেন জিমি।

ভগবত চন্দ্রশেখর

ভগবত চন্দ্রশেখর

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার ভগবত চন্দ্রশেখর। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ২৩টি টেস্ট খেলেছেন ভারতীয় কিংবদন্তি। ৯৫টি উইকেট রয়েছেন ভগবত চন্দ্রশেখরের ঝুলিতে।

অনিল কুম্বলে

অনিল কুম্বলে

ভারত বনাম ইংল্যান্ড টেস্টে প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে বড় নাম। কেরিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি টেস্ট খেলেছেন কিংবদন্তি। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে কুম্বলের উইকেট সংখ্যা ৯২। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে বেশি উইকেট নিয়েছেন জাম্বো।

বিষেণ সিং বেদী

বিষেণ সিং বেদী

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার তথা অধিনায়ক বিষেণ সিং বেদী। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২টি টেস্ট ম্যাচ খেলে ৮৫টি উইকেট নিয়েছেন কিংবদন্তি।

কপিল দেব

কপিল দেব

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার তথা অল রাউন্ডার কপিল দেব তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে কপিল দেবের উইকেট সংখ্যা ৮৫।

English summary
Top 5 test bowlers in the history of India vs England fight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X