For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Auction 2023: আইপিএল নিলামে যে ৫ বিদেশির দিকে নজর থাকবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির

IPL Auction 2023: আইপিএল নিলামে যে ৫ বিদেশির দিকে নজর থাকবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির

Google Oneindia Bengali News

আইপিএল ২০২৩-এর নিলাম শুরু হতে মাত্র কয়েক ঘণ্টাই বাকি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে ফেলেছে এবং প্রায়রিটি লিস্টও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে। এক নজরে দেখে নিন কোন পাঁচ বিদেশির দিকে এ বার ঝাঁপাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

বেন স্টোকস (বেস প্রাইস ২ কোটি টাকা):

বেন স্টোকস (বেস প্রাইস ২ কোটি টাকা):

আধুনিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে বহু মহান প্রাক্তনী বিবেচিত করেন বেন স্টোকসকে। কোনও সন্দেহ নেই যে এ বারের নিমালে স্টোকসকে ঘিরে ঝড় উঠতে চলেছে। ২০১৮ আইপিএল-এর নিলামে সব থেকে বেশি অর্থে দল পাওয়া ক্রিকেটার ছিলেন স্টোকস। ১২.৫ কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনেছিল স্টোকসকে। বেন স্টোকসের জন্য প্রতি দলই নিজেদের অনেক দূর পর্যন্ত লড়াইয়ে রাখবে তা প্রত্যাশিত। এ বাবের টি ২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন স্টোকস।

শাকিব আল হাসান (বেস প্রাইস ১.৫ কোটি টাকা):

শাকিব আল হাসান (বেস প্রাইস ১.৫ কোটি টাকা):

বাংলাদেশ ক্রিকেট থেকে উঠে আসা এত বড় মাপের ক্রিকেটার খুব কমই আছে। আইপিএল একাধিক দলে খেলেছেন শাকিব। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন শাকিব। তবে, আইপিএল-এর স্তর এতটাই উঁচুতে উঠে গিয়েছে যে শাকিবের মতো ক্রিকেটাররাও দল পান না। এখনও দেখার এই মরসুমে তাঁর কপালে দল জোটে কি না।

স্যাম কুরান (বেস প্রাইস ২ কোটি টাকা):

স্যাম কুরান (বেস প্রাইস ২ কোটি টাকা):

তরুণ এই ইংরেজ অলরাউন্ডার আগামী দিনে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠতে পারেন। আইপিএল-এ অতীতে নিজের ঝলক দেখিয়েছেন স্যাম কুরান। পাশাপাশি টি-২০ বিশ্বকাপেও ঝড় তুলেছেন তিনি। বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা হওয়াই শুধু নয়, টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার অর্থাৎ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। বল হাতে তাঁর দক্ষতার প্রমাণ দিয়েছেন, এ ছাড়া লোয়ার অর্ডারে এক জন প্রকৃত ব্যাটসম্যান তিনি। তাঁর এই দুইটি গুণ যে কোনও দলের শক্তি বাড়ায়।

হ্যারি ব্রুকস (বেস প্রাইস ১.৫ কোটি টাকা):

হ্যারি ব্রুকস (বেস প্রাইস ১.৫ কোটি টাকা):

ইংলিশ ক্রিকেটের পরবর্তী তারকা হিসেবে দেখা হচ্ছে এই ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি ২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলে ছিলেন ব্রুকস। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ২০ রান তিনি করেছিলেন। পাকিস্তান সুপার লিগে খেলেন ব্রুকস এবং হত মরসুমে পিএসএল-এ দ্বিতীয় দ্রুততম শতরান করেছিলেন।

নিকোলাস পুরান (বেস প্রাইস ২ কোটি টাকা):

নিকোলাস পুরান (বেস প্রাইস ২ কোটি টাকা):

২০২০ আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে দারুণ মরসুম কাটালেও গত মরসুমে ১২ ইনিংসের মধ্যে চারটিতেই ০ রানে তাঁকে ফিরত যেতে হয়। পুরান নিজের নাম এবং দক্ষতার প্রমাণ দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। তাঁর দক্ষতার বিষয়ে অবহিত বিশ্ব ক্রিকেট। এই বারের নিলামে তাঁর দিকেও নজর থাকবে।

English summary
Top 5 cricketers to watch out IPL 2023 Auction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X