For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: আইপিএলে ইতিহাস স্যাম কারানের, খালি হাতে ফিরলেন দাদা

IPL 2023 Auction: আইপিএলে ইতিহাস স্যাম কারানের, খালি হাতে ফিরলেন দাদা

Google Oneindia Bengali News

ইতিহাস গড়ে আইপিএল-এ দল পেয়েছেন স্যাম কারান। একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুদ্ধ চালিয়ে শেষ পর্যন্ত ১৮.২৫ কোটি টাকায় তাঁকে দলে তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।

আইপিএল-এ নতুন রেকর্ড:

আইপিএল-এ নতুন রেকর্ড:

আইপিএল ২০২৩-এর নিলামে ক্রিস মরিসের রেকর্ড ভেঙে দিয়েছেন কারান। আইপিএল-এর নিলামে ২০২০ সালে ১৬.২৫ কোটি টাকায় দল পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। তাঁর সেই রেকর্ড এ দিনের নিলামের শুরুর দিকে ভেঙে দেন ইংল্যান্ডের ২৪ বছর বয়সী বামহাতি অলরাউন্ডার স্যাম কারান। শুধু নিলামে সর্বোচ্চ মূল্য সংগ্রহকারী ক্রিকেটার হিসেবেই রেকর্ড করেননি পাশাপাশি এই দর পাওয়া রিটেন করা ক্রিকেটারদেরও ছাপিয়ে গিয়েছেন কারান এবং হয়ে উঠেছেন আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক অর্থ সংগ্রহকারী ক্রিকেটার।

রেকর্ড গড়ে দল পেলেন স্যাম কারান:

রেকর্ড গড়ে দল পেলেন স্যাম কারান:

মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে দৌড় থেকে ছিটকে দিয়ে ১৮.৫কোটি টাকায় শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটকে কাঁপানো অলরাউন্ডারকে তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। শুধু নিলামে সর্বোচ্চ মূল্য সংগ্রহকারী ক্রিকেটার হিসেবেই রেকর্ড করেননি পাশাপাশি এই দর পাওয়া রিটেন করা ক্রিকেটারদেরও ছাপিয়ে গিয়েছেন কারান এবং হয়ে উঠেছেন আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক অর্থ সংগ্রহকারী ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি ২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন কারান। পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। এই বছরের সেপ্টেম্বর থেকে ৭.০৮ ইকোনমি রেটে ১৪টি টি ২০ ম্যাচে ২৫টি উইকেট সংগ্রহ করেছেন কারান। পাশাপাশি ব্যাট হাতেও স্পিনের বিরুদ্ধে উন্নতি করেছেন তিনি। ২০২০ থেকে ৩১টি টি ২০ ইনিংসে ২৭.০৭ গড়ে খেলেছেন তিনি এবং তাঁর স্ট্রাইক রেট রয়েছে ১৫৪.৬৯।

আইপিএল-এ স্যাম কারানের পরিসংখ্যান:

আইপিএল-এ স্যাম কারানের পরিসংখ্যান:

আইপিএল-এ আইপিএল কেরিয়ারে মোট ৩২ ম্যাচে ৩৩৭ রান করেছেন কারান যার মধ্যে রয়েছে দুইটি অর্ধ-শতরান। ১৪৯.৭৮ স্ট্রাইক রেটে ২২.৪৭ গড়ে ব্যাটিং করেছেন তিনি। বল হাতে ৩২ ম্যাচে পেয়েছেন ৩২ উইকেট। ৩১.০৯ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। সেরা বোলিং ফিগার ৪/১১।

দল পেলেন না টম কারান:

দল পেলেন না টম কারান:

ছোট ভাইয়ের সাফল্যের দিন খালি হাতে ফিরতে হল দাদা টম কুরানকে। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষ অলরাউন্ডার টম কারান কিন্তু আইপিএল-এ সে ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। এর আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও তিনি পাকাপাকি ভাবে নিজের ছাপ ফেলতে পারেননি কখনও। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইসে নিলামে অংশ নিয়েছিলেন টম কিন্তু সেই দরেও তাঁকে দলে নিল না কেউ। ২০১৮ সালে প্রথম বার আইপিএল-এ সুযোগ পেয়েছিলেন টম কারান। এর পর ২০২০ এবং ২০২১ সালেও তিনি আইপিএল-এ খেলেছেন। আইপিএল কেরিয়ারে ১৩ ম্যাচে ১২৭ রান করেছেন এই ইংরেজ অলরাউন্ডার। ১১৮.৬৯ স্ট্রাইক রেটে ২৫.৪০ গড়ে তিনি খেলেছেন। একটিই অর্ধ-শতরান রয়েছে আইপিএল এবং সর্বোচ্চ ৫৪ রান। বল হাতে ১৩ ম্য়াচে ১০.৮৪ ইকোনমি রেটে ১৩ উইকেট সংগ্রহ করেছেন টম। তাঁর সেরা বোলিং ফিগার ৩/২৯ এসেছিল ২০২১ আইপিএল-এ।

IPL 2023 SRH Squad: সানরাইজার্স হায়দরাবাদের ছিল সবচেয়ে বেশি অর্থ, আইপিএল নিলাম থেকে নিল কাদের? IPL 2023 SRH Squad: সানরাইজার্স হায়দরাবাদের ছিল সবচেয়ে বেশি অর্থ, আইপিএল নিলাম থেকে নিল কাদের?

English summary
Tom Curran failed to fetch any Franchise in IPL 2023 Auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X