For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জেরে কোয়ারেন্টাইনে পরিণত হওয়া ভারতের কিছু স্টেডিয়াম

করোনা ভাইরাসের জেরে কোয়ারেন্টাইনে পরিণত হওয়া ভারতের কিছু স্টেডিয়াম

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের প্রভাব যত বাড়ছে, তত সজাগ হচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্র। করোনা আক্রান্তদের সুশ্রষায় দেশের বিভিন্ন হাসপাতালে তৈরি করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার। ভারতের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি স্টেডিয়ামেও। সেদিকে একবার নজর ফেরানো যাক।

ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম

ভারতের আসাম হল অন্যতম সেই রাজ্য যেখানে এখনও করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবু সেখানকার সরকার আপদকালীন পরিস্থিতির জন্য তৈরি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এক হাজার শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করেছে আসাম সরকার।

ডুমুরজলা স্টেডিয়াম

ডুমুরজলা স্টেডিয়াম

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ জন। পরিস্থিতি জটিল হওয়ার আগেই করোনার বিরুদ্ধে মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে রাতারাতি ১৫০ শয্যার কোয়ারেন্টাই সেন্টার তৈরি করা তার অন্যতম।

ইডেন গার্ডেন্স

ইডেন গার্ডেন্স

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে ইডেন গার্ডেন্সকেও কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে কাজে লাগাতে পারে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি বলেই সূত্রের খবর।

উপ্পল স্টেডিয়াম

উপ্পল স্টেডিয়াম

হায়দরাবাদের ঐতিহ্যবাহী উপ্পল স্টেডিয়ামেও কোয়ারেন্টাইন সেন্টার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার সেই প্রস্তাব গ্রহণ করবে কিনা, সেটাই দেখার।

English summary
To fight against coronavirus some stadium in India which converted into quarantine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X