For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত না কোহলি? ২০২৩ বিশ্বকাপে কে হবেন ভারতীয় দলের অধিনায়ক? চর্চা তুঙ্গে

বিশ্বকাপে ব্যার্থতার পর ভারতীয় দলের নেতৃত্ব বদলের দাবি তুললেন ওয়াসিম জাফর। এমনিতেই দেশে ফিরে সেমিফাইনাল হারের জন্য বোর্ডের কাছে কোহলি-শাস্ত্রীদের জবাব দিতে হবে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় দলের নেতৃত্ব বদলের দাবি তুললেন ওয়াসিম জাফর। এমনিতেই দেশে ফিরে সেমিফাইনাল হারের জন্য বোর্ডের কাছে কোহলি-শাস্ত্রীদের জবাব দিতে হবে। এবার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের অনেকেই এবার বিরাটের পরিবর্তে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চান। সেই সুরেই টুইট করেছেন ওয়াসিম। লিখেছেন, ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিতকেই কি এবার ক্যাপ্টেন করা উচিত।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Is it time to hand over white ball captaincy to Rohit Sharma?<br>I would like him to lead India in 2023 World Cup🏆</p>— Wasim Jaffer (@WasimJaffer14) <a href="https://twitter.com/WasimJaffer14/status/1149540464506236928?ref_src=twsrc%5Etfw">July 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আইসিসি টুর্নামেন্টে অধিনায়ক বিরাট

আইসিসি টুর্নামেন্টে অধিনায়ক বিরাট

১) ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি- ভারতকে ফাইনালে তুলেছিলেন। শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হার।

২) ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ- তাঁর নেতৃত্বে ভারত সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। সেমিতে নিউজিল্যান্ডের কাছে হার। বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত।

কোহলি-কুম্বলে এপিসোড

কোহলি-কুম্বলে এপিসোড

শেষবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পর কোহলি-কুম্বলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। বরাবরই কড়া হেডস্যার কুম্বলে। শোনা যায়, চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে বেশ কিছু ক্রিকেটারের পারফর্ম্যান্স নিয়ে খুশি ছিলেন না জাম্বো।

এমন কী টস জিতে ভারত কেন বোলিং নিল, সেই পরিকল্পনাও পছন্দ ছিল না, সেই নিয়ে কোহলির সঙ্গে কথা কাটাকাটিও নাকি হয়েছিল। দলের পরিবেশ নিয়েও খুশি ছিলেন না কুম্বলে। নিজেই পরে কোচিংয়ের দায়িত্ব থেকে সরে যান অনিল।

দল নির্বাচন নিয়ে সমালোচনায় বিরাট

দল নির্বাচন নিয়ে সমালোচনায় বিরাট

বিশ্বকাপের দলে তরুণ পন্থ থাকতে পারেন, বিজয়েরও জায়গা হয় অথচ অভিজ্ঞতার বিচারে রাহানেকে খেলান না বিরাট! বিশ্বকাপে মিডল অর্ডারের ব্যর্থতা দেখেও নিজের সিদ্ধান্ত নিয়ে দুবার ভাবেন না। আম্বতি রায়ডুর মতো ক্রিকেটারকে বিশ্বকাপের পরিকল্পনায় ছেঁটে ফেলেছিলেন। শেষ পর্যন্ত সেই চার নম্বর, সেই মিডল অর্ডারই ভারতকে বিশ্বকাপে ডুবিয়েছে। বরাবারই চর্চার কেন্দ্রে কোহলির দল নির্বাচন।

অধিনায়ক রোহিতের সাফল্য

অধিনায়ক রোহিতের সাফল্য

ভারতীয় ক্রিকেটে অধিনায়ক ধোনির যোগ্য উত্তরসূরি মনে করা হয় তাঁকে। ঠান্ডা মাথার ক্যাপ্টেন! মাঠে ও মাঠের বাইরে মেজাজ কোনও দিনও সপ্তমে উঠতে দেখা যায়নি! কোহলির অনুপস্থিতিতে ভারতকে ২০১৮ এশিয়া কাপ, ২০১৮ নিহাদাস ট্রফি দিয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক রোহিত

টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক রোহিত

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি মুম্বই ইন্ডিয়ান্সকে চার বার(২০১৩,২০১৫,২০১৭,২০১৯) চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা।

 ভারতীয় ক্রিকেটের নেতৃত্বের ব্যাটন কীভাবে ভাগ হতে পারে

ভারতীয় ক্রিকেটের নেতৃত্বের ব্যাটন কীভাবে ভাগ হতে পারে

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই, হয়ত রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে পারে বোর্ড। এমন কী, ওয়ান ডে দলের ক্যাপ্টেন করা হতে পারে রোহিতকে। টেস্টে অবশ্য বিরাটই অধিনায়ক থাকবেন।

English summary
Time for Rohit Sharma to lead India? Wasim Jaffer asks fans after india's World Cup exit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X