For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম সাউদি দ্বিতীয় টি ২০ হ্যাটট্রিকে স্পর্শ করলেন মালিঙ্গার নজির, নিউজিল্যান্ড পেসারের শিকার কোন তিন ভারতীয়?

Google Oneindia Bengali News

মাউন্ট মঙ্গানুইয়ে ভারতকে ২০০ পার করতে দিলেন না টিম সাউদি। শেষ ওভারটি করতে গিয়ে মাত্র পাঁচ রান দিলেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তুলে নিলেন তিনটি উইকেট। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে এটি সাউদির দ্বিতীয় হ্যাটট্রিক। আজ তিনি ৪ ওভারে মোট ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। ভারত ২০ ওভারে ৬ উইকেটে তুলেছে ১৯১ রান।

টিম সাউদি দ্বিতীয় টি ২০ হ্যাটট্রিকে ছুঁলেন মালিঙ্গাকে

টি ২০ আন্তর্জাতিকে দুটি হ্যাটট্রিক ছিল লাসিথ মালিঙ্গার। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে কলম্বোতে এবং ২০১৯ সালে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিডস্টার। সাউদি ২০১০ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিরুদ্ধঝে হ্যাটট্রিক করেছিলেন। তুলে নিয়েছিলেন ইউনিস খান, মহম্মদ হাফিজ ও উমর আকমলের উইকেট। এদিন তিনি ফেরালেন হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দরকে।

আজ সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে সূর্যকুমার যাদব যে বিধ্বংসী ব্যাটিং করছিলেন তাতে ভারতের রান ২০০ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছিল। ১৯.৩ ওভারে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ১৩ বলে ১৩ রান করে সাউদির বলে জিমি নিশামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার আগে সূর্যকুমার ও হার্দিক পাণ্ডিয়া ৮২ রান যোগ করেন। ভারতের চতুর্থ উইকেটটি পড়ে ১৯০ রানে। এর পরের দুটি বলে যথাক্রমে দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দরকে সাজঘরে ফেরান সাউদি। সবচেয়ে বড় কথা এই ওভারের শেষ চারটি বল আর খেলারই সুযোগ পাননি ৫১ বলে ১১১ রান করে অপরাজিত থাকা সূর্য। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে পরপর তিনটি উইকেটের পতন দেখতে হয় তাঁকে। শেষ বলে ভুবনেশ্বর কুমার এক রান নেন।

ভারতের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক পাওয়ার নিরিখে সাউদি রইলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরার পরই। ২০১৬ সালে রাঁচিতে পেরেরা ভারতীয় ইনিংসের ১৯তম ওভারটি করতে গিয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া, সুরেশ রায়না ও যুবরাজ সিংয়ের উইকেট। টি ২০ আন্তর্জাতিকে এখন মালিঙ্গা ও সাউদি ছাড়া আর কারও দুটি টি ২০ আন্তর্জাতিক হ্যাটট্রিক নেই। টি ২০ আন্তর্জাতিকে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। যে বোলাররা টি ২০ আন্তর্জাতিকে হ্যাটট্রিক করেছেন তাঁদের মধ্যে চারজন আবার চার বলে চারটি উইকেট তুলে নিয়েছেন। তাঁরা হলেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা, কুর্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডার। এদিকে, ভারতের দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই শূন্য রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ভুবনেশ্বর কুমার ফেরান ফিন অ্যালেনকে। এরপর থেকে দলের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮.১ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট। অর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ওয়াশিংটন সুন্দরের শিকার কনওয়ে (২২ বলে ২৫)।

English summary
Tim Southee Secured 2nd T20I Hattrick By Picking Up The Wickets Of Hardik Hooda And Sundar. New Zealand Pacer Conceded Only Five Runs In The Last Over Of Indian Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X