For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার ওডিআই টিমের নতুন অধিনায়ক কে হলেন, জেনে নিন

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সফরে জন্য টিম পেইনকে ওডিআই অধিনায়ক হিসেবে বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সহ অধিনায়ক হিসেবে বাছা হয়েছে অ্যারন ফিঞ্চকে।

Google Oneindia Bengali News

বল বিকৃতি কান্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে কোচ হিসেবে নিযুক্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিনিয়ার অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নিয়েই নিজের কাজ শুরু করে দিলেন জাস্টিন।

অস্ট্রেলিয়ার ওডিআই টিমের নতুন অধিনায়ক কে হলেন, জেনে নিন

মঙ্গলবার অস্ট্রেলিয়ার নতুন কোচ আগামী মাসে ইংল্যান্ড সফরের জন্য ওডিআই টিমের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করলেন টিম পেইনের। আগেই অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হিসেবে টিম পাইনের নাম ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তার কয়েক মাসের ব্যবধানেই নতুন পালাক এই অজি উইকেটরক্ষকের পালকে।

কয়েক দিন আগে পর্যন্ত অস্ট্রেলিয়া দলে ফেরা নিয়েই প্রশ্ন ছিল পাইনের। কারণ ভাল পারফর্ম করেও ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য দরজা খুলছিল না জাতীয় দলের। একটা সময় অবসর নেওয়ার সিদ্ধান্তও প্রায় নিয়ে ফেলেছিলেন টিম। কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে গেল গোটা চিত্রটা।

পেনইকে অস্ট্রেলিয়ার ওডিআই টিমর অধিনায়ক হিসেবে বাছার ব্যখ্যা দিতে গিয়ে নির্বাচক কমিটির প্রধান ট্রেভার হর্নস বলেন, 'পেইনের ক্ষমতার উপর সম্পূর্ণ আস্থশীল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বাস করে ইংল্যান্ড সফরে ১৫ জনের দলকে মাঠের মধ্যে ঠিক মতো পরিচালনা করবে পেইন।'

তিনি আরও জানান পেইনের পাশাপাশি আসন্ন অস্ট্রেলীয় সফরে সহ অধিনায়ক হিসেবে বাছা হয়েছে অ্য়ারন ফিঞ্চকে।

১৩ জুন লর্ডসের মাঠে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া।
এদিন পেইন জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর উপর ভরসা রাখায় তিনি অপ্লুত। পাশাপাশি এটাও মনে করিয়ে দেন যে অস্ট্রেলীয় ক্রিকেট বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। এবং এই দলকে তিনি আবার সেরার আসনে পৌছতে আপ্রাণ চেষ্টা করবেন।

English summary
Justin Langer selectected Tim Paine as odi captain of australia for upcoming series in england.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X