১৩ বছর পর সেঞ্চুরি পেলেন এই ক্রিকেটার
১৩ বছর! এই ১৩ বছরে পাল্টে গিয়েছে ক্রিকেট। ওডিআইয়ের পর টি-টোয়েন্টির জোয়ারে গা ভাসিয়েছে ক্রিকেটভক্তরা, এসেছে নতুন টি-টেন ক্রিকেট। মাঝের সময়ে ক্রিকেটের ফর্ম্যাট থেকে ব্যাটিং-বোলিংয়ের ধরনের অনেককিছু পাল্টে গেলেও এই ক্রিকেটারের সেঞ্চুরির খরা কাটেনি। ১৩ বছর পার করে এবার কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন অজি অধিনায়ক টিম পেইন।

ঘরোয়া ক্রিকেটে শেষেবার ১৩ বছর আগে সেঞ্চুরি করেছিলেন অজি দলের বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।এরপর শনিবার ওয়াকার মাঠে ফের সেঞ্চুরি করেছেন পেইন।ঘরোয়া ক্রিকেটে এটি ৩৪ বছর বয়সী পেইনের দ্বিতীয় সেঞ্চুরি। কাকতালীয়ভাবে তাঁর প্রথম সেঞ্চুরিটিও ওয়াকার মাঠেই এসেছিল। ঘরোয়া ক্রিকেটে এবার তাসমানিয়া দলের হয়ে সেঞ্চুরি করেন পেইন। ৪৭৩৮ দিন পর সেঞ্চুরি পেলেন তিনি।

২০৯ বল খেলে ১২১ রানের ইনিংস খেলেন পেইন।১৩টি চার ও একটি ছয় দিয়ে ইনিংস সাজান উইকেটকিপার ব্যাটসম্যান। ওয়েস্টান অস্ট্রেলিয়া দলের তারকা বোলার ঝাই রিচার্ডসনের শিকার হয়ে আউট হন তিনি।
প্রসঙ্গত দেশের হয়ে ২৬ টেস্ট খেলে ফেললেও পেইনের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি ওডিআই খেলে ১টি শতরান হাঁকিয়েছেন পেইন।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Here it is, the moment Aussie Test skipper Tim Paine brought up a brilliant 💯 in an important knock for Tasmania<a href="https://twitter.com/MarshGlobal?ref_src=twsrc%5Etfw">@MarshGlobal</a> | <a href="https://twitter.com/hashtag/SheffieldShield?src=hash&ref_src=twsrc%5Etfw">#SheffieldShield</a> <a href="https://t.co/VEOZQfCT9t">pic.twitter.com/VEOZQfCT9t</a></p>— cricket.com.au (@cricketcomau) <a href="https://twitter.com/cricketcomau/status/1182904888902053888?ref_src=twsrc%5Etfw">October 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>