For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনকে আউট করে খুনের হুমকি পেয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার

সচিনকে আউট করে খুনের হুমকি পেয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে আউট করে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার টিম ব্রেসনান। সেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের স্মৃতি রোমন্থন করেছেন ব্রেসনান। বলেছেন, কেন তাঁকে এই হুমকির মুখে পড়তে হয়েছিল।

ইংল্যান্ড সফর

ইংল্যান্ড সফর

২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে চারটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল। ৪-০ ফলে টেস্ট সিরিজে ওয়াশ আউট হয়েছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল। ওয়ান ডে সিরিজও ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড শিবির।

৯৯-তে সচিন

৯৯-তে সচিন

২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৯তম আন্তর্জাতিক শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। ১০০তম শতরানের খোঁজ চলছিল লিটল মাস্টারের। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই নজিরের কাছে পৌঁছেও গিয়েছিলেন সচিন। শততম শতরান থেকে মাত্র ৯ কদম দূরে ছিলেন লিটল মাস্টার। সেই সময় ইংল্যান্ডের ফাস্ট বোলার টিম ব্রেসনানের বলে তিনি লেগ বিফোর উইকেট হন। ১৭২ বলে ৯১ রান করে সাজঘরে ফিরেছিলেন সচিন।

কী বললেন ব্রেসনান

কী বললেন ব্রেসনান

যে বলে সচিন তেন্ডুলকর আউট হয়েছিলেন, সেটি লেগ স্ট্যাম্পের দিকে যাচ্ছিল বলে স্বীকার করেছেন টিম ব্রেসনান। তবু অস্ট্রেলিয় আম্পায়ার হিল টাকার লিটল মাস্টারকে আউট দিয়েছিলেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার। যদিও সেই ঘটনা ঘটেছিল বলেই ইংল্যান্ড ওই টেস্ট জিতেছিল বলেও জানিয়েছেন ব্রেসনান।

খুনের হুমকি

খুনের হুমকি

ইংল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে একশোতম শতরান মাঠে ফেলে এসেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও ঘটনা ওখানেই শেষ হয়ে যায়নি। ওই ঘটনার জন্য তিনি এবং ওই আম্পায়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন টিম ব্রেসনান। এর জেরে তাঁরা দীর্ঘদিন বাড়ি থেকে ভয়ে ভয়ে বেরিয়েছেন বলেও জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার।

বিরাট কোহলি বনাম রোহিত শর্মা, কাকে সেরা অধিনায়ক বাছলেন হার্দিক পান্ডিয়াবিরাট কোহলি বনাম রোহিত শর্মা, কাকে সেরা অধিনায়ক বাছলেন হার্দিক পান্ডিয়া

English summary
Tim Bresnan received death threats after dismissing Sachin Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X