For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: বিরাটের সঙ্গে নিজস্বী তুলতে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মাঠে ঢুকে পড়লেন তিন সমর্থক

ভিডিও: বিরাটের সঙ্গে নিজস্বী তুলতে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মাঠে ঢুকে পড়লেন তিন সমর্থক

Google Oneindia Bengali News

দিল্লির ছেলে হলেও বেঙ্গালুরুর মানুষদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেনব বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল-এর শুরু থেকে খেলে আসার ফলে হয়ে উঠেছেন বেঙ্গালুরুবাসীর ঘরের ছেলে। ঠিক যেমন ঝাড়খন্ডের ক্রিকেটার হয়েও চেন্নাইয়ের 'থালা' হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনি।

ভিডিও: বিরাটের সঙ্গে নিজস্বী তুলতে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মাঠে ঢুকে পড়লেন তিন সমর্থক

ঘরের ছেলের শততম টেস্ট থেকে বঞ্চিত হতে হলেও ১০১ নম্বর টেস্টটিকে স্মরণীয় করে রাখচে কোনও কসুর ছাড়েনি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেট ভক্তরা, বিরাটকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। শুধু স্ট্যান্ড থেকেই নয়, এক দল সমর্থক প্রিয় তারকাকে শততম টেস্টের শুভেচ্ছা জানাতে এবং তাঁর সঙ্গে নিজস্বী তুলতে দ্বিতীয় দিনের খেলার মাঝেই নিরপত্তার ঘেরাটোপ এড়িয়ে ঢুকে পড়ে মাঠের মধ্যে।

শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারে মহম্মদ শামির বলে আঘাত পাওয়ার পর কুশল মেন্ডিস মাঠের মধ্যেই যখন শুশ্রুসা নিচ্ছিলেন তখন তিন জন সমর্থক নিরপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়েন স্টেডিয়ামে। যার মধ্যে দু'জন স্লিপে দাঁড়ানো কোহলির কাছে পৌঁছে যান এবং প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলে নেন।

ক্রিকেটারদের প্রতি সমর্থকদের এই রকম ভালবাসা আগেও দেখা গিয়েছে। কোনও ক্রিকেটপ্রেমীই কখনও ক্রিকেটারদের সমস্যা ফেলেন না। শুধু প্রিয় ক্রিকেটারের সঙ্গে হাত মেলানো, অটোগ্রাফ নেওয়া বা সেলফি তোলার আর্জি থাকে তাঁদের। কিন্তু এইটুকুই অনেক ক্রিকেটারের কাছে নিরাপত্তা বিঘ্ন হিসেবে দেখা দেয়। খোদ কোহলি যেখানে হাসি মুখে সেলফি তুলেছেন তাঁর ভক্তদের সঙ্গে সেখানে ভারতীয় দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ এটাকে নিরাপত্তা সংক্রান্ত এক গভীর সমস্যা বলেই মনে করেন। মাঠে তিন তরুণ সমর্থকের ঢুকে পড়া প্রসঙ্গে জাতীয় দলের সহ অধিনায়ক বলেন, "এটা এমন একটা জিনিস যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। অবশ্যই, নিরপত্তার উদ্বেগ একটা সমস্যা। হঠাৎ আমরা বুঝতে পারি মাঠের মধ্যে কয়েক জনের অনুপ্রবেশ ঘটেছে কিন্তু ধন্যবাদ কর্মকর্তাদের যাঁরা তখনই বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা জানি না এই বিষয়াটাকে কী বলা ঠিক হবে। এই খেলার উন্মদনাটাই এতটা তীব্র যে ভক্তরা মাঝে মধ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন।"

দ্বিতীয় দিনের খেলার শেষে শ্রীলঙ্কার রান ২৮/১। জয়ের জন্য প্রতিবেশী দেশটির প্রয়োজন ৪৪৭ রান। ক্রিজে রয়েছেন শ্রীলঙ্কার দল নেত ডিমুথ করুণারত্ন (১০) এবং কুশল মেন্ডিস (১৬)।

English summary
During the second day of Second test in Bengaluru between India and Sri Lanka three fans managed to fox the security officials and ran towards the former India captain Virat Kohli. They were later controlled by security officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X