For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের দিকে ভারত, কানপুরের গ্যালারির পাক-বিরোধী স্লোগান!

  • |
Google Oneindia Bengali News

কানপুরে হতাশ করলেন এই টেস্টে ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সহ অধিনায়ক চেতেশ্বর পূজারা। উইকেটে থিতু হওয়ার পরও বড় রান পেলেন না তাঁরা। তা সত্ত্বেও ভারত বড় রানের দিকে এগোতে পারছে শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজার অবিচ্ছেদ্য জুটিতে ভর করে। এই উইকেটে পরের দিকে ব্যাটিং করা যে মোটেই সহজ হবে না সেই ইঙ্গিতও মিলল প্রথম দিনেই।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের দিকে ভারত

টস জিতে ভারত এদিন ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে বড় রান তোলার লক্ষ্যকে সামনে রেখেই। প্রথম সেশনে একটি, দ্বিতীয় সেশনে তিনটি উইকেট পড়লেও, তৃতীয় সেশনের পর আর কোনও উইকেট হারায়নি ভারত। এই কারণেই শেষ সেশনে রান তোলার গতিও ছিল ভালো। মধ্যাহ্নভোজের বিরতির আগে ভারতের স্কোর ছিল ২৯ ওভারে ১ উইকেটে ৮২। চা বিরতিতে স্কোর দাঁড়ায় ৫৬ ওভারে ৪ উইকেটে ১৫৪। আলোর অভাবে খেলা বন্ধের আগে দিনের শেষে ৮৪ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে ভারত। শ্রেয়স আইয়ার ৭৫ ও রবীন্দ্র জাদেজা ৫০ রানে অপরাজিত রয়েছেন। ভারতের চতুর্থ উইকেট পড়েছিল ১৪৫ রানে, তখন থেকেই দলের রান টেনে নিয়ে যাচ্ছেন শ্রেয়স ও জাদেজা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের দিকে ভারত

ভারত এদিন প্রথমে হারায় ময়াঙ্ক আগরওয়ালের উইকেট। ২৮ বলে দুটি চারের সাহায্যে ১৩ রান করে কাইল জেমিসনের বলে তিনি কট বিহাইন্ড হন। লাঞ্চের পর প্রথম ওভারের শেষ বলে শুভমান গিলকে বোল্ড করেন জেমিসন। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৩ বলে ৫২ রান করেন গিল। ২ ঘণ্টার উপর ক্রিজে থেকে ৮৮ বল খেলে ২৬ রানে টিম সাউদির ওভারে কট বিহাইন্ড হন চেতেশ্বর পূজারা। তাঁর ইনিংসে ছিল দুটি চার। অজিঙ্ক রাহানে ৬৩ বলে ৩৫ রান করার পর কাট শট মারতে গেলে বল তাঁর ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। রাহানে জেমিসনের তৃতীয় শিকার। অভিষেক টেস্টে শতরানের দিকে এগোচ্ছেন শ্রেয়স আইয়ার, দরকার আর ২৫। রবীন্দ্র জাদেজা এদিন কেরিয়ারের ১৭তম অর্ধশতরান পূর্ণ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে প্রথম টেস্টে ৫৬ রান করার পর এদিন ফের টেস্ট হাফ সেঞ্চুরি পেলেন জাদেজা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের দিকে ভারত

জাদেজা স্বভাবসিদ্ধভাবেই হাফ সেঞ্চুরির সেলিব্রেশন করেন ব্যাটকে তরোয়াল চালানোর ভঙ্গিমায় ঘুরিয়ে।এদিন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতে শোনা গিয়েছে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান।

জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা স্লোগান দেওয়ার পরই পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দেন ক্রিকেট-ভক্তরা। মধ্যাহ্নভোজের বিরতি-সহ বেশ কয়েকবার ভারতমাতা কি জয় স্লোগানও শোনা গিয়েছে।

English summary
Three Batters Hit Fifties As India Looking For Big Score Against New Zealand In Kanpur Test. At The Stumps Of Day 1, India Have Scored 258 Runs For The Loss Of 4 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X