For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই টেস্টের দুই ইনিংসে রান আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় এক ভারতীয়

একই টেস্টের দুই ইনিংসে রান আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় এক ভারতীয়

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতে থাকা অ্যাসেজ সিরিজ থেকেই শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ধরাশায়ী করেছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টও জয়ের পথে বিরাট কোহলি ব্রিগেড। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি এই দুই টেস্ট সিরিজে দুর্দান্ত ফিল্ডিংও চোখে পড়েছে ক্রিকেট প্রেমীদের। বেশ কয়েকবার রান আউট হয়েছেন ব্যাটসম্যান। এরকমই একই টেস্টের দুই ইনিংসে রান আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকার দিকে নজর ফেরানো যাক।

ভারতের রূপো

ভারতের রূপো

চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রলিয়ার কাছে হেরে রূপোর পদক নিয়েই শেষ করল ভারতীয় হকি দল।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

ভারতীয় দলের ব্যাটিং স্তম্ভ নিজের ভুলে একই টেস্টের দুই ইনিংসে রান আউট হয়েছেন চেতেশ্বর পূজারা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে তাঁকে রান আউট করেন প্রোটিয়া ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি। দ্বিতীয় ইনিংসে পূজারাকে রান আউট করেন এবি ডিভিলিয়ার্স।

স্টিংয়ের তদন্ত

স্টিংয়ের তদন্ত

ভোটের আগে স্টি ফুটেজ দেখিয়ে উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল। চক্রান্ত করে বাংলাকে অপমান করা হয়েছে। এই ঘটনারা কারা ঘটিয়েছিল তা খুঁজে বের করা হবে। তদন্ত করবে রাজ্য সরকার। নেতৃত্ব থাকবে পুলিশ কমিশনার।

স্টিফেন ফ্লেমিং

স্টিফেন ফ্লেমিং

তালিকায় আছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাঁ-হাতি স্টিফেন ফ্লেমিং। ২০০০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংসে রান আউট হয়ে সাজঘরে ফেরেন স্টিফেন ফ্লেমিং।

মহিলা ফাইটার জেট চালক

মহিলা ফাইটার জেট চালক

ভারতীয় বায়ুসেনায় ফাইটার জেটের চালক এবার মহিলা। প্রথম ফাইটার জেট চালাবেন ৩ মহিলা - অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং।

ইয়ান হিলি

ইয়ান হিলি

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। অজি দলের তৎকালীন উইকেটরক্ষক ইয়ান হিলি প্রথম ইনিংসে মাত্র ৬ রান করে রান আউট করেন। দ্বিতীয় ইনিংসেও ১০ রান করে রান আউট হন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক।

উড়তা পাঞ্জাবের পাশা অকালি দল

উড়তা পাঞ্জাবের পাশা অকালি দল

উড়তা পাঞ্জাব ছবির অনলাইন ফাঁস কাণ্ডে এবার ছবি নির্মাতাদের পাশে দাঁড়াল পাঞ্জাবের শাসক, শিরোমনি অকালি দল। ছবি মুক্তির আগে এই ছবি নিয়েই বিরোধিতা করলেও, ছবি ফাঁস কাণ্ডে এবার তদন্ত চাইল অকালি দল। কীভাবে ছবি অনলাইনে ফাঁস হল তার জন্য তদন্ত হওয়া দরকার।

জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিক্ষোভ

জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিক্ষোভ

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও অপ্রতুলতার কারণে জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিক্ষোভ দেখাল কংগ্রেস ও এনসি নেতারা। একসঙ্গে প্রতিবাদে ওয়াকআউটও করেন তাঁরা।

মধ্যপ্রদেশে যুবতীর মুখে অ্যাসিড

মধ্যপ্রদেশে যুবতীর মুখে অ্যাসিড

মধ্যপ্রদেশের ভোপালে বাইকে চেপে এসে এক যুবতীর মুখে অ্যাসিড ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ড্রাগ পাচারে যুক্ত বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি

ড্রাগ পাচারে যুক্ত বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি

ড্রাগ পাচার চক্রে বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নিও অন্যতম অভিযুক্ত বলে জানাল মহারাষ্ট্রের থানের পুলিশ।

লন্ডনে প্রীতিভোজে মাল্য

লন্ডনে প্রীতিভোজে মাল্য

লন্ডনে আমন্ত্রিত ভারতীয় হাইকমিশনের কর্তাদের সঙ্গে একসঙ্গে প্রীতিভোজে অংশ নিতে দেখা গেল ইউবি গোষ্ঠীর প্রধান, ঋণ মামলায় পলাতক বিজয় মাল্যকে।

গোয়া ক্রিকেট বোর্ডের সভাপতি বরখাস্ত

গোয়া ক্রিকেট বোর্ডের সভাপতি বরখাস্ত

জালিয়াতি অভিযোগ ওঠায় গোয়ার রাজ্য ক্রিকেট বোর্ডের সভাপতি চেতন দেশাই ও সচিব বিনোদ ফাড়কে-কে বরখাস্ত করল বিসিসিআই।

তিন বছরের শিশুকে ধর্ষণে ফাঁসির সাজা ছত্তিশগড়ে

তিন বছরের শিশুকে ধর্ষণে ফাঁসির সাজা ছত্তিশগড়ে

তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অপরাধে ছত্তিশগড়ের বাসিন্দা ২৩ বছরের লোচান শ্রীবাসকে মৃত্যুদণ্ড দিল সেরাজ্যের আদালত। ঘটনাটি ঘটেছে গত ২৪ ফেব্রুয়ারি।

English summary
Three batsmen of cricket history who got run out in both innings of test match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X