জাহির থেকে মদন লাল, গাব্বায় নিজেকে উজাড় করে দেওয়া ভারতীয় বোলারদের চিনে নিন
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট ম্যাচে তুল্যমূল্য লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। যদিও ভারতের জন্য কাজটা কিছুটা হলেও কঠিন হতে চলেছে। একে তো এই মাঠে এর আগে কোনও টেস্ট ম্যাচ জেতেনি মেন ইন ব্লু। তার ওপর চোট পেয়ে দল থেকে একাধিক বোলারের ছিটকে যাওয়া যে ভারতকে বেশ অসুবিধায় ফেলেছে, তা অনায়াসে বলা চলে। সেই আবহে দেখে নেওয়া যাক যে ব্রিসবেন টেস্টে সেরা স্পেল ফেলেছেন কোন কোন ভারতীয় বোলার।

এরাপল্লী প্রসন্ন
১৯৬৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি স্পিনার। যদিও ম্যাচের ফল ভারতের বিপক্ষেই গিয়েছিল।

বিষেণ সিং বেদী
১৯৭৭ সালে ফের ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন গ্রেট বিষেণ সিং বেদী। ১৬৬ রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচও হেরেছিল ভারত।

মদন লাল
১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য মদন লাল ব্রিসবেনেও নিজের ছাপ রেখেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৭৭ সালের টেস্ট ম্যাচে তিনি ৭২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মদন লালের এই দাপট সত্ত্বেও ম্য়াচ হারতে হয়েছিল ভারতকে।

জাহির খান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৩ সালের ব্রিসবেন টেস্ট ড্র করেছিল ভারত। ওই ম্যাচে ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। বল হাতে কামাল করেছিলেন গ্রেট জাহির খান। ৯৫ রান দিয়ে তিনি ৫ উইকেট নিয়েছিলেন।

কপিল দেব
১৯৯১ সালের নভেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

ব্রিসবেনে আদৌ কি কোনও টেস্ট ম্যাচ জিতেছে ভারত? পথ প্রদর্শক সৌরভ!