For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই প্রথম একসঙ্গে পাঁচ, ইতিহাসের সাক্ষী হওয়ার মুখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

এই প্রথম একসঙ্গে পাঁচ, ইতিহাসের সাক্ষী হওয়ার মুখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

  • |
Google Oneindia Bengali News

সাউদাম্পটনের এজিয়াস বোলে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ব্যাটিং এবং বোলিং শক্তির বিচারে দুই দলের মধ্যে যে তুল্যমূল্য লড়াই হতে চলেছে, তা মেনে নিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এই ম্যাচে এমন এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারতীয় দল, তা মনে রাখার মতো। বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রথম একাদশে পাঁচ

প্রথম একাদশে পাঁচ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম একাদশে খেলবেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি এবং জশপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘটতে চলেছে এমন ঘটনা। অর্থাৎ এর আগে পাঁচ তারকা কোনওদিনই একসঙ্গে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেননি। দীর্ঘ সময়ে টেস্ট ম্যাচে কেউ না কেউ ভারতীয় শিবিরের বাইরেই থেকেছে।

শামি-বুমরাহ-ইশান্তের শেষ দেখা

শামি-বুমরাহ-ইশান্তের শেষ দেখা

২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ভারতীয় দলের হয়ে শেষ বার টেস্টে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মাকে। ওই ম্যাচ ১০ উইকেটে হেরেছিল ভারত। কিউয়িদের বিরুদ্ধে ২ ম্যাচের ওই টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বিরাট কোহলির দল।

শেষ ৬ আইসিসি টুর্নামেন্ট ফাইনালের নিরিখে ভারত-নিউজিল্যান্ড টেস্ট মহারণ আলাদা কোথায়?শেষ ৬ আইসিসি টুর্নামেন্ট ফাইনালের নিরিখে ভারত-নিউজিল্যান্ড টেস্ট মহারণ আলাদা কোথায়?

ভারতীয় ফাস্ট বোলারদের টেস্ট কেরিয়ার

ভারতীয় ফাস্ট বোলারদের টেস্ট কেরিয়ার

ভারতের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ খেলা মহম্মদ শামি ১৮০টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট পাঁচ বার নিয়েছেন বাংলার ফাস্ট বোলার। দেশের হয়ে ১৯টি টেস্ট খেলা জশপ্রীত বুমরাহ ৮৩টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে পাঁচ ও চার বেশি উইকেট পাঁচ বার নিয়েছেন বুমবুম। টিম ইন্ডিয়ার হয়ে ১০১টি টেস্ট খেলা ইশান্ত শর্মা ৩০৩টি উইকেট নিয়েছেন।

দুই স্পিনারের কেরিয়ার

দুই স্পিনারের কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫১টি টেস্ট ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা। ১৯৫৪ রান করার পাশাপাশি তিনি ২২০টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে ৭৮টি টেস্ট ম্যাচ খেলা রবিচন্দ্রন অশ্বিন ২৬৫৬ রান করার পাশাপাশি ৪০৯ উইকেট নিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের তুরুপের তাস হতে পারেন পাঁচ তারকাই।

English summary
This will be the first time that Jadeja, Ashwin, Ishant, Shami and Bumrah will play together
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X