For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট আয়োজনের ইচ্ছা থাকলেও তা বেশ জটিল মেনে নিলেন মেলবোর্নের মুখ্য আধিকারিক

ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট আয়োজনের ইচ্ছা থাকলেও তা বেশ জটিল মেনে নিলেন মেলবোর্নের মুখ্য আধিকারিক

Google Oneindia Bengali News

এই বছর টি ২০ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ সফল ভাবে আয়োজন করার পর মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এই দুই দেশের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে। ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দেখাশোনা করা মেলবোর্ন ক্রিকেট ক্লাব এবং ভিক্টোরিয়া সরকার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছে এই হাইপ্রোফাইল টেস্ট ম্যাচ আয়োজন করা যায় কি না সেই বিষয়ে।

 ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট আয়োজনের ইচ্ছা থাকলেও তা বেশ জটিল মেনে নিলেন মেলবোর্নের মুখ্য আধিকারিক

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের মুখ্য আধিকারিক স্টুয়ার্ট ফক্স অক্টোবরে টি ২০ বিশ্বকাপে ভারত - পাকিস্তান ম্যাচের অসাধারণ সাফল্যের পর ইচ্ছা প্রকাশ করেন বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ ম্যাচ ভারত - পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজনের। ভারত বনাম পাকিস্তানের মধ্যে যে ম্যাচ মেলবোর্নে আয়োজিত হয়েছিল অক্টোবরে সেই ম্যাচে গ্যালারিতে তিল ধরনের জায়গায় ছিল না। মাঠে বসে ৯০ হাজার ক্রিকেটপ্রেমী এই খেলা দেখেছিলেন।

সেন রেডিও অনুযায়ী ফক্স বলেছেন, "এমসিজিতে পর পর তিনটি টেস্ট আয়োজন করা গেলে তা দারুণ হবে। সব সময়েই আপনি এই স্টেডিয়ামকে ভরা পাবেন। আমরা এই বিষয়ে (ভারত বনাম পাকিস্তান) কথা বলেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও এই বিষয়ে আমরা কথা বলেছি। আমি জানি ভিক্টোরিয়া সরকারও এই বিষয়ে কথা বলেছে। তবে, আমি যা বুঝতে পারছি এত ব্যস্ত সূচির মধ্যে এটাকে বাস্তবের রূপ দেওয়া অত্যন্ত জটিল হবে। ফলে আমার মনে হয় এটা কঠিন চ্যালেঞ্জ। আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসি'তে এই বিষয়টা তুলে ধরবে এবং এর জন্য চেষ্টা চালাবে।"

ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে শেষ বার দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল ২০০৭ সালে। তার পর থেকে এই দুই দেশ আইসিসি ইভেন্ট এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট ছাড়া কখনও একে অপরের মুখোমুখি হয়নি। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ২০২৩ সালে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার কথা রয়েছে পাকিস্তানের। পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। টি ২০ বিশ্বকাপে ভারত- পাকিস্তানের ম্যাচে ফুল হাউস স্টেডিয়াম দেখে ফক্স বলেছেন, "আমি কখনও এমনটা দেখিনি এমসিজিতে। ভারত - পাকিস্তান সম্পূর্ণ অন্য রকম। এই পরিবেশ আমি কখনও তেমন ভাবে উপলব্ধি করিনি। প্রতি বলের পর যে শব্দব্রহ্ম তৈরি হয়েছে তা এক কথায় অসাধারণ। বাচ্চারা, সমর্থকেরা প্রত্যেকেই উপভোগ করছিল ম্যাচ।" আগামী বছর বক্সিং ডে টেস্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এই রকমই ফুল হাউসের আশা করছেন ফক্স।

আগামী বছর কখন কোথায় খেলবে ভারত, জেনে নিন পূর্ণাঙ্গ সূচিআগামী বছর কখন কোথায় খেলবে ভারত, জেনে নিন পূর্ণাঙ্গ সূচি

English summary
This is very challenging to arrange India vs Pakistan Test said MCC CEO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X