তিরুবনন্তপুরমে কিউয়িদের তির বেঁধাতে বদ্ধপরিকর ভারত, হিরোদের আটকাতে তৈরি অন্য ভিলেন
'করো নয় মরো'- এই ট্যাগ লাইন নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে ১-১ এখন টি-টোয়েন্টি সিরিজ দাঁড়িয়ে। ফলে তিরুবনন্তপুরমে এই ম্যাচেই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে।

এদিকে এই ম্যাচ ঘিরে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারের ম্যাচ জুড়ে। দক্ষিণ ভারতে এই সময় প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুতে নভেম্বরেও বৃষ্টি হয়। টি২০ সিরিজের এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দু'দলকে ট্রফি ভাগাভাগি করে নিতে হবে ৷

আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে মঙ্গলবার ম্যাচের দিনেও মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা প্রবল ৷ আকাশ মেঘলা ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে কেরল ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠের নিকাশি ব্যবস্থা খুবই ভালো। বৃষ্টি থামার ১৫ মিনিটের মধ্যেই আবার খেলা শুরু করা যাবে বলে দাবি আয়োজকদের ৷
এদিকে বৃষ্টি -মেঘ এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় টিম ইন্ডিয়া। রীতিমতো জোরকদমে অনুশীলনে ব্যস্ত বিরাট এন্ড কোং। নিয়মিত অনুশীলনের মধ্যেই জোর রেসিংয়ে ব্যস্ত বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা। এদিন অনুশীলনে অক্ষর প্যাটেলও পাল্লা দিতে তৈরি।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Hard task to beat these two legends in a race. <a href="https://twitter.com/hashtag/triedmybest?src=hash&ref_src=twsrc%5Etfw">#triedmybest</a> <a href="https://twitter.com/BCCI?ref_src=twsrc%5Etfw">@BCCI</a> <a href="https://t.co/FE3PFZXTBS">pic.twitter.com/FE3PFZXTBS</a></p>— Akshar patel (@akshar2026) <a href="https://twitter.com/akshar2026/status/927467001269968897?ref_src=twsrc%5Etfw">November 6, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>