For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ আইপিএলের প্লে অফে কাদের সম্ভাবনা প্রবল জেনে নিন

অঙ্কের বিচারে ২০১৮ আইপিএলের প্লে অফে পৌছনোর সম্ভবনা রয়েছে প্রতিটি দলেরই। কিন্তু ঠিক মতো দেখতে গেলে চলতি আইপিএলে প্লে অফে পৌছনোর প্রবল সম্ভবনা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস,

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

মধ্যগগণে ২০১৮ আইপিএল। প্রতিটি দলই ইতিমধ্যে অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে। অঙ্কের হিসেবে প্লে অফের লড়াইয়ে প্রতিটি দল টিকে থাকলেও লিগ টেবিলের নীচের দিকে থাকা চারটি দলের কাছে সেটা বেশ কঠিন।

২০১৮ আইপিএলের প্লে অফে কাদের সম্ভবনা প্রবল জেনে নিন

[আরও পড়ুন:কারা সুযোগ পেতে পারেন পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে, জেনে নিন ][আরও পড়ুন:কারা সুযোগ পেতে পারেন পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে, জেনে নিন ]

বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে প্রথম চারটি দল যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পঞ্জাব। এবং শেষ চারটি দল যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস।

এই পরিস্থিতিতে প্রতিটি দলের পরিসংখ্যান, বর্তমান পারফরম্যান্স এবং প্রতিপক্ষকে মাথায় রাখলে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে প্রথম চারটি দল।

আইপিএল টেবিলের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত চলতি আইপিএলে খেলেছে ৯টি ম্যাচ। ৯ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৪। অর্থাৎ আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে সানরাইজার্স। সেখানে সানরাইজার্সের এখনও পাঁচটি ম্যাচ বাকি। যার মধ্যে দু'টি ম্যাচ তারা খেলবে আরসিবির বিরুদ্ধে এবং একটি করে ম্যাচ খেলবে ডিডি, সিএসকে এবং কেকেআর-এর বিরুদ্ধে। যে ধারাবাহিকতা সানরাইজার্স হায়দরাবাদ দেখাচ্ছে তাতে প্লে অফে তাদের পৌছনোটা স্রেফ সময়ের অপেক্ষা।

এসআরএইচ-এর মতো একই পরিস্থিতি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেরও। ১০ ম্যাচ করে সিএসকের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। ফলে আর একটি ম্যাচ জিতলেই প্লে অফ পাকা করে নেবে সিএসকে। সিএসকে-কে পরের চারটি ম্যাচ খেলতে হবে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। যে ফর্মে ধোনির সিএসকে আছে তাতে প্লে অফে জায়গা করে নিতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে হয় সিএসকের।

চলতি আইপিএলে প্লে অফে পৌছনোর দিকে অনেকটাই এগিয়ে রয়েছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্সও। ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে কেকেআর। সূচি অনুযায়ী নিজেদের পয়েন্ট বাড়ানোর জন্য পাঁচটি ম্যাচ এখনও হাতে পাবে কলকাতা। ম্যাজিক ফিগার ১৬ পয়েন্টে পৌছতে হলে বাকি পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি জিততে হবে কেকেআরকে। যার মধ্যে দু'টি ম্যাচই কলকাতা খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে। যাদের কাছে মাস্ট উইন সব ম্যাচ। কেকেআর একটি করে ম্যাচ খেলবে কিংস ইলেভেন পঞ্জাব, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

কেকেআর এর মতো ১০ পয়েন্টে থাকলেও লিগ টেবিলে সব থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। লিগ টেবিলে তারা আছে চতুর্থ স্থানে। লিগ টেবিলে থাকা প্রথম চারটি দলের মধ্যে সব থেকে কম ম্যাচ খেলেছে পঞ্জাব। আট ম্যাচ খেলে দশ পয়েন্ট অর্জন করেছে তারা। ফলে প্লে অফে জায়গা করে নিতে এখনও ছ'টি ম্যাচ সুযোগ পাবে পঞ্জাব। যার মধ্যে তাদের জয় প্রয়োজন তিনটি ম্যাচে। পর পর দুই ম্যাচ হারলেও পঞ্জাব যে ফর্মে আছে তাতে প্লে অফে তাদের জায়গা করে নেওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা।

মূলত এই চারটি দলই ২০১৮ আইপিএলে প্রথম চারে জায়গা করে নেওয়ার মূখ্য দাবিদার। বাকি চারটি দল লড়াইতে থাকলেও তা পুরোটাই অঙ্কের বিচারে। দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স এখনও হিসেবে আছে স্রেফ অঙ্কের বিচারে। মুম্বই ইন্ডিয়ান্স এই জায়গা অতীতে একবার ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে বার বার এই রকম হওয়াটা কঠিন। এই পরিস্থিতিতে কোনও চমকপ্রদ পারফরম্যান্স না করলে প্লে অফে খেলা প্রায় অসম্ভব এই তিন দলের।

তবে, আশার আলো খুব কম হলেও স্বপ্ন দেখতে পারেন রাজস্থান রয়্যালসের সমর্থকেরা। ৮ ম্যাচ খেলে রাজস্থানের পয়েন্ট ৬। প্লে অফের লড়াইয়ে থাকতে হলে হাতে থাকা ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিততে হবে রাজস্থানকে। তবে রাজস্থান যদি এটা সম্ভব করে দেখায় তাহলে তা অসাধ্য সাধনের থেকে কোনও অংশে কম হবে না।

English summary
Every team is fighting to secure their place to in play off.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X