For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতের জার্সির বিবর্তন কীভাবে, ছবিতে দেখুন

মেন ইন ব্লু থেকে বিরাটরা এখন মেন ইন ওরেঞ্জ! রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে গেরুয়া রঙের জার্সিতে ম্যাচ খেলছে ভারতীয় দল। গেরুয়া জার্সি নিয়ে ভারতীয় রাজনীতি ও সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হলেও বিরা

  • |
Google Oneindia Bengali News

মেন ইন ব্লু থেকে বিরাটরা এখন মেন ইন ওরেঞ্জ! রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে গেরুয়া রঙের জার্সিতে ম্যাচ খেলছে ভারতীয় দল। গেরুয়া জার্সি নিয়ে ভারতীয় রাজনীতি ও সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা হলেও বিরাট-ধোনিরা জার্সির রঙ নিয়ে সন্তুষ্ট। জার্সির রঙের কম্বিনেশন পছন্দ হয়েছে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। তবে এই জার্সি এক ম্যাচের জন্যই তারা গায়ে চাপাবেন বলে উল্লেখ করেছেন বিরাট।বিশ্বকাপের ইংল্যান্ড ম্যাচের পর মেন ইন ব্লু থাকবে মেন ইন ব্লু'তেই!

বিশ্বকাপে ভারতের জার্সির বিবর্তন কীভাবে, ছবিতে দেখুন

একনজরে ছবিতে দেখে নেওয়া যাক, ভারতের বিশ্বকাপ জার্সি বিবর্তন-

১) ১৯৯২ বিশ্বকাপ থেকে রঙিন জার্সিতে বিশ্বকাপ খেলা হচ্ছে। ১৯৯২ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মোট ৯টি জার্সি গায়ে চাপিয়েছে ভারত।

২) ১৯৯২ বিশ্বকাপে ডিপ ব্লু রঙের জার্সি ছিল। জার্সির কাঁধের অংশে নীল, সবুজ ও লাল রঙের স্ট্রাইপ ছিল।

৩)১৯৯৬ বিশ্বকাপে এরপর জার্সি বদলে আকাশী রঙকে বেছে নেওয়া হয়। জার্সির কলার ও বুকের অংশে হলুদ স্ট্রাইপের ওপর ইন্ডিয়া লেখা।

৪)১৯৯৯ বিশ্বকাপের জার্সিতে বুকের অংশে নিচ থেকে উপর পর্যন্ত অভিনব হলুদ স্ট্রাইপ ছিল।

৫)এরপর ২০০৩ বিশ্বকাপে জার্সির বুকের অংশ জাতীয় পতাকার তিন রঙ আঁকা হয়।

৬) ২০০৭ বিশ্বকাপে এরপর জার্সির ডানদিকের অংশে জাতীয় পতাকার তিন রঙ রাখা হয়।

৭)২০১১ বিশ্বকাপে কলার ও জার্সির দুই ধারে জাতীয় পতাকার ট্রাই কালার ছিল।

৮)২০১৫ বিশ্বকাপে জার্সিতে জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হয়।

৯)২০১৯ বিশ্বকাপের হোম জার্সিতে ব্লু রঙের দুই ধারে কমালা স্ট্রাইপ আমদানি করা হয়।

১০) ২০১৯ বিশ্বকাপের অ্যাওয়ে জার্সির জন্য বেছে নেওয়া হয় গেরুয়া রঙ।গেরুয়া রঙের সঙ্গে ডিপ ব্লু রঙের সামঞ্জস্য রেখে নতুন জার্সি তৈরি হয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">What's your favourite 🇮🇳 World Cup jersey? <a href="https://twitter.com/hashtag/CWC19?src=hash&ref_src=twsrc%5Etfw">#CWC19</a> <a href="https://twitter.com/hashtag/newjersey?src=hash&ref_src=twsrc%5Etfw">#newjersey</a> <a href="https://t.co/SCOXjU81X9">pic.twitter.com/SCOXjU81X9</a></p>— ESPNcricinfo (@ESPNcricinfo) <a href="https://twitter.com/ESPNcricinfo/status/1145003019588661248?ref_src=twsrc%5Etfw">June 29, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
The transformation of India's World Cup jersey from 1992-2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X