অঘটনের বছর ২০২০! ১১ বছর পর বিরাটের ক্রিকেট কেরিয়ারে ঘটল বড় অঘটন!
আনলাকি ২০২০! কোভিডের বছর ২০২০তে অনেক ক্ষতির সাক্ষী থেকেছে দুনিয়া। অদৃশ্য ভাইরাসের থাবায় এবছর সর্বত্র ক্ষতি প্রচুর। ক্রিকেট থেকে ফুটবল, খেলার দুনিয়া বন্ধ থাকায় ক্ষতি হয়েছে অনেক। সেই সঙ্গে এবছর খেলার দুনিয়ায় ঘটে গিয়েছে অনেক অঘটন। সেই তালিকায় এবার নাম জুড়ল বিরাট কোহলির।

খেলার দুনিয়ায় ঘটে গিয়েছে অনেক অঘটন
দুঃস্বপ্নের এবছর খেলার দুনিয়া ঘটে গিয়েছে অনেক অঘটনও। যার মধ্যে ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসের আইপিএলের প্লে অফে না খেলে বিদায় যেমন রয়েছে, ঠিক তেমনি এবছর অনেক কিংবদন্তিকে হারানোর ২০২০ দুঃস্বপ্নের বছর হিসেবে স্থান পেয়েছে। ফুটবল ঈশ্বর মারাদোনাকে হারানো থেকে ভারতীয় কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়- চুনী গোস্বামীর প্রয়াণে ফুটবলদুনিয়া আজ অভিভাবকহীন। অঘটনের এমন বছরের শেষটায় এবার বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারেও বড় অঘটন ঘটে গেল। একনজরে সেই অঘটনে চোখ রাখা যাক।

বিরাটের ক্রিকেট কেরিয়ারে বড় অঘটন
বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৮ সালে। অভিষেকের সেই বছরে ওডিআইয়ে সেঞ্চুরি পাননি বিরাট। এরপর ২০০৯ সালে তাঁর প্রথম সেঞ্চুরি আসে। কলকাতার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইয়ের প্রথম সেঞ্চুরি পান কোহলি। সেই ২০০৯ থেকে ২০১৯, প্রতি বছরেই ওডিআইতে সেঞ্চুরি পেয়েছে এসেছেন কোহলি। সেই ছন্দেই এবার তাল কাটল ২০২০!

১১ বছর পর ঘটল এমন অঘটন
২০২০ সালে বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে একটিও সেঞ্চুরি পেলেন না। ফলে ১১ বছর পর ওডিআই ক্রিকেটে সেঞ্চুরিহীন বিরাট। আরও পরিষ্কার করে বললে ২০০৮ সালের পর এই প্রথমবার ওডিআইয়ে সেঞ্চুরিহীন কিং কোহলি।

২০২০ সালে কটি ওডিআই খেলেছেন বিরাট
২০২০ সালে বিরাট ৯টি ওডিআই ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই খেলেন। বছর শেষে ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবছরের শেষ ওডিআই ম্যাচ খেললেন।

একনজরে ২০২০ সালে বিরাটের ওডিআই রান
২০২০ সালে মুম্বইতে অজিদের বিরুদ্ধে বিরাট ১৬ রান হাঁকান। পরের ম্যাচে রাজকোটে ফিঞ্চদের বিরুদ্ধে বিরাটের সংগ্রহ ছিল ৭৮ রান। বেঙ্গালুরুতে এরপর সংগ্রহ ৮৯ রান। নিউজিল্যান্ড সফরে তিন ওডিআইয়ে যথাক্রমে ৫১, ১৫ ও ৯ রান করেন। এবার ডনের দেশে অজি সফরে তিন ওডিআইয়ে ২১, ৮৯ ও ৬১ রান করেন। ফলে ১০ ইনিংস খেলে এবছর ওডিআইয়ে সেঞ্চুরিহীন বিরাট কোহলি।

দ্রুততম ১২ হাজার
তবে এবছর বিরাট সচিনের রেকর্ড টপকে গেলেন। এদিন ক্যানবেরাতে ২৩ রানে পৌঁছতে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান হাঁকালেন বিরাট। সচিন তেন্ডুলকর ৩০০ ইনিংসে এই রান হাঁকান। বিরাট সেখানে ২৪২ ইনিংস খেলে ওডিআইয়ে ১২ হাজার রানে পৌঁছলেন।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট, দ্রুততম ১২ হাজারে নতুন নজির কোহলির