রান আউটে শুরু, রান আউটেই শেষ!
ইনস্টাগ্রামে ছোট্ট একটি পোস্ট! 'সন্ধ্যে ৭.২৯ মিনিট থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার' এই বলেই স্বাধীনতা দিবসের দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে এক বছর আগের আশঙ্কাই সত্যি হয়ে গেল!

এক বছর আগের কোন আশঙ্কা সত্যি হল?
২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে ১০ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। দল যখন খাদের কিনারায়, ধীরে চলো নীতিতে ৫০ রান হাঁকান। এরপর মার্টিন গাপ্টিলের অনবদ্য থ্রো ভারতীয়দের বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ। আউট হয়ার যন্ত্রণা লুকিয়ে মাঠে ছেড়েছিলেন। অনেকেই সেদিনই ধোনি দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেলেন বলে আন্দাজ করেছিলেন। ১৫ অগাস্ট ২০২০ সালে ধোনি সরকারিভাবে অবসর ঘোষণা করার, ফ্যানেদের সেই আশঙ্কাই সত্যি হল।

রান আউটে শুরু, রান আউটেই শেষ!
ফলে ধোনির আন্তর্জাতিক ক্রিকেট রান আউটে শুরু, রান আউটেই শেষ হল। ২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে চট্টগ্রামে ধোনির অভিষেক হয়েছিল। সেই ম্যাচে ব্যাটিংয়ে নেমে কোনো রান করার আগেই মাহি ০ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন।

অভিষেক ম্যাচে রান আউট
মহম্মদ রফিকের বলে শর্ট স্কোয়ার লেগে বল ঠেলে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম রানটা তুলে নিতে চেয়েছিলেন ধোনি। মহম্মদ কাইফের কলে রান নিতেও ছোটেন। কিন্তু তাপস বৈশ্যর থ্রোয়ে বাংলাদেশের উইকেটরক্ষক খালেদ মাসুদ ততক্ষণে তাঁর স্টাম্প ভেঙে দেন। ০ রানে রান আউট হয়ে প্যাভিলিয়ন ফিরেছিলেন মাহি।

শেষটাও হল রান আউটে
ধোনির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষটাও সেই রানআউটেই! ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ। দলের বিপর্যয়ের মুখে ৫০ রানেই ইনিংস খেলেন ধোনি। যার সুবাদে ভারতকে প্রায় ফাইনালে তুলেই দিয়েছিল। কিন্তু ক্রিকেটদেবতা চিত্রনাট্যটা অন্যভাবে লিখেছিলেন। মার্টিন গাপ্টিলের এক থ্রোয়ে ধোনির উইকেট ছিটকে যেতেই ভারতের ফাইনালের ওঠার সলিলসমাধি ঘটে। এক রান আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন, আর এক রান আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাঁড়ি টানলেন ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়ক।
ধোনি পকেটমারের চেয়েও ফাস্ট! অবসরের দিনে কেন এমন বললেন রবি শাস্ত্রী