For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs SA: দ্বিতীয় টি-২০ ম্যাচে কঠিন পরীক্ষার সামনে অধিনায়ক পন্থ, বাঁচাতে পারেন বোলাররাই

IND vs SA: দ্বিতীয় টি-২০ ম্যাচে কঠিন পরীক্ষার সামনে অধিনায়ক পন্থ, বাঁচাতে পারেন বোলাররাই

Google Oneindia Bengali News

হঠাৎ করেই ভারতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগ চলে এসেছে ঋষভ পন্থের সামনে। রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুলের উপর ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু চোটের কারণে রাহুল ছিটকে যাওয়ায় ঋষভ পন্থকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বেছে নেওয়া হয়।

IND vs SA: দ্বিতীয় টি-২০ ম্যাচে কঠিন পরীক্ষার সামনে অধিনায়ক পন্থ, বাঁচাতে পারেন বোলাররাই

ভারতকে প্রথম বার নেতৃত্ব দেওয়ার স্মৃতি খুব একটা সুখকর হয়নি ঋষভের জন্য। ৭ উইকেটে ফিরোজ শাহ কোটলায় হারতে হয়েছে ভারতকে। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে প্রোটিয়া ব্রিগেডে। এই ম্যাচে অধিনায়ক হিসেবে ঋষভের দক্ষতার পরীক্ষা হতে চলেছে। দুই বছর ধরে আইপিএল-এ অধিনায়কত্ব করলেও আন্তর্জাতিক ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ঋষভের এই প্রথম। আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে এক জন যতই নেত়ত্ব দিক, আন্তর্জাতিক স্তরের সঙ্গে তার তুলনা করা চলে না।

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম জয় পেতে হলে দ্বিতীয় টি-২০ ম্যাচে দলের বোলারদের থেকে সেরাটা বের করে আনতে হবে ঋষভ পন্থকে। আইপিএল-এও নিজেরদল দিল্লি ক্যাপিটালসকে এ বার প্লে-অফে তুলতে পারেননি ঋষভ পন্থ। দীর্ঘ দিন ধরে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে বিশেষজ্ঞরা ঋষভ পন্থ এবং কেএল রাহুলের মধ্যে একজনকে দেখলেও তৃতীয় ব্যক্তি হিসেবে সেই তালিকায় উঠে এসেছে হার্দিক পান্ডিয়া। তাঁর নেতৃত্বে প্রথম বার আইপিএল-এ এংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটানস। ফলে হার্দিক দলে থাকায় পন্থের উপর চাপ আরও বাড়ছে। তিনি দ্বিতীয় ম্যাচেও যদি জিততে না পারেন তা হলে হঠাৎ করে হার্দিককে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে যে আওয়াজ উঠেছে তা আরও জোরালো হবে। ইতিমধ্যে অনেকেই আবার হার্দিকের মধ্যে মধ্যে মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখা শুরু করেছেন।

যদিও অধিনায়ক হিসেবে এটা সবে শুরু পন্থের কিন্তু জাতীয় দলের অধিনায়ক হিসবে অভিষেক ম্যাচে তাঁর মধ্যে চাপ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল।

IND vs SA: দ্বিতীয় টি-২০ ম্যাচে কঠিন পরীক্ষার সামনে অধিনায়ক পন্থ, বাঁচাতে পারেন বোলাররাই

পাশাপাশি আইপিএল-এ গোলাপি টুপি জয়ী যুজবেন্দ্র চাহালকে পুরো চার ওভার না করানোয় তাঁর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা হচ্ছে দল হারের পর। মাত্র দু' ওভার কোটলার মাঠে বোলিং করেন সদ্য সমাপ্ত আইপিএল-এ ২৯ উইকেট প্রাপ্ত চাহাল। হার্দিক এই ম্যাচে ১২ বলে অপরাজিত ৩১ রান করেন যা চাপে রাখবে ব্যাটসম্যান পন্থকেও। ১৬ বলে ২৯ রান করেন পন্থ।

পাঁচ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে ভারত। পরবর্তী ম্যাচে রবিবার টিম ইন্ডিয়া কটকের বারাবাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অধিনায়ক হিসেবে পন্থকে প্রতিষ্ঠা দিতে পারেন তাঁর বোলররা। গত ম্যাচেও ব্যাটসম্যানরা ভাল খেলেছিল। নির্ধারিত ২০ ওভারে ২০০ রানের উপর তুলেছিল ভারত। কিন্তু বোলারদের ব্যর্থতায় সেই ম্যাচ জেতা সম্ভব হয়নি। এই ম্যাচে ভুবনেশ্বর কুমার, আভেষ খান, হর্ষল প্যাটেল যদি নিজেদের সেরাটা দিতে পারেন তা হলে মেন ইন ব্ল্যুর অধিনায়ক হিসেবে প্রথম জয়ের মুখ দেখতে পারেন পন্থ।

English summary
Test of Rishabh Pant’s captaincy is going to happen in the second T20I against South Africa. In five match series India is trailing by 0-1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X