For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সেঞ্চুরি আইসিসি 'হল অব ফেম'-এর

Google Oneindia Bengali News

১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারত-নিউজিল্যান্ড আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু। ঐতিহাসিক এই ম্যাচের আগে সেঞ্চুরি করতে চলেছে আইসিসি 'হল অব ফেম'। কিংবদন্তি ক্রিকেটারদের এই তালিকায় ইতিমধ্যেই রয়েছে ৯৩ জনের নাম। সেই সংখ্যা বেড়ে হতে চলেছে ১০৩। ক্রিকেট ইতিহাসের শুরু থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়কালকে পাঁচটি যুগে ভাগ করে প্রতিটি থেকে ২ জন ক্রিকেটারকে রাখা হবে 'হল অব ফেম'-এর এলিট তালিকায়।

ফাইনালের আগে সেঞ্চুরি আইসিসি হল অব ফেম-এর

এই সময়কালকে যে পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়েছে সেগুলি হল আর্লি ক্রিকেট এরা অর্থাৎ ১৯১৮ সালের আগের সময়, ইন্টার-ওয়ার ক্রিকেট এরা অর্থাৎ যুদ্ধকালীন ক্রিকেটীয় যুগকে ধরা হচ্ছে ১৯১৮ থেকে ১৯৪৫ অবধি। যুদ্ধ পরবর্তী ১৯৪৬ সাল থেকে ১৯৭০ অবধি সময়কালকে একটি পর্যায়ে রাখা হয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এরা ধরা হচ্ছে ১৯৭১ থেকে ১৯৯৫ অবধি। ১৯৯৬ সাল থেকে ২০১৬ সাল অবধি আরেকটি পর্যায়কে ধরা হচ্ছে। ১৩ জুন রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দশজনের নাম ঘোষণা করা হবে। হল অব ফেম-এ সম্মানিত ক্রিকেটার, ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি, খ্যাতনামা ক্রিকেট সাংবাদিক ও আইসিসি-র শীর্ষকর্তাদের নিয়ে গঠিত ভোটিং আকাদেমি এই ১০ জনকে বেছে নেবে।

ফাইনালের আগে সেঞ্চুরি আইসিসি হল অব ফেম-এর

সবমিলিয়ে প্রাক্তনদের সম্মানিত করে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে বর্ণময় করে রাখতে চাইছে আইসিসি। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল অনুশীলন শুরু করে দিয়েছে। ফাইনাল খেলার আগে আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট খেলছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন কনুইয়ের চোটের কারণে বিশ্রাম নিয়েছেন। শেষ সফরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার বিজে ওয়াটলিং। ভারতের বিরুদ্ধে খেলেই তাঁর অবসর নেওয়ার কথা। যদিও পিঠের চোটে কাবু ওয়াটলিং ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না। আঙুলের চোটের কারণে নেই মিচেল স্যান্টনারও। তবে ট্রেন্ট বোল্ট দলে এসেছেন। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে নিউজিল্যান্ড চোট সমস্যা কতটা কাটাতে পারে সেটাই দেখার।

English summary
Ten Legends From Five Eras To Be Inducted Into ICC Hall of Fame Ahead Of WTC Final. There Are 93 Cricketers Who Have Been Inducted Already Into The Elite List.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X