For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SA20: দেশের টি-২০ লিগেই দল পেলেন না দক্ষিণ আফ্রিকার ওডিআই এবং টেস্ট অধিনায়ক, অবিক্রিত একাধিক বড় নাম

SA20: দেশের টি-২০ লিগেই দল পেলেন না দক্ষিণ আফ্রিকার ওডিআই এবং টেস্ট অধিনায়ক, অবিক্রিত একাধিক বড় নাম

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকায় হতে চলা টি-২০ লিগের জন্য আয়োজিত নিলামে দল পেলেন না প্রোটিয়া ওডিআই দলের অধিনায়র টেম্বা বাভুমা এবং টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার। উঠতি প্রতিভা ট্রিস্টান স্টাবসকে ৪.২৯ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের পাশাপাশি ৬.৯ মিলিয়ন র্যান্ড খরচ করে রিলে রসৌকে সই করিয়েছে সানরাইজার্সের দলটি।

SA20: দেশের টি-২০ লিগেই দল পেলেন না দক্ষিণ আফ্রিকার ওডিআই এবং টেস্ট অধিনায়ক, অবিক্রিত একাধিক বড় নাম

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথ দক্ষিণ আফ্রিকা ২০ (এসএ২০)-এর কমিশনার গ্রেম স্মিথ জানিয়েছেন, তাঁদের লক্ষ্য আইপিএল-এর পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় লিগ হিসেবে এসএ২০-কে তুলে ধরা।

উল্লেখ্য, যে ছয়টি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের উদ্বোধনী সংস্করণ হতে চলেছে সেই ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকেরই আইপিএল-এ দল রয়েছে। যদিও কোনও ভারতীয় ক্রিকেটার এই নিলামে অংশ নিতে পারেননি কারণ বিসিসিআই-এর নিয়ম তাঁদের সেই অনুমতি দেয় না।

৫.৬ মিডিয়ন র্যান্ডের বিনিয়ময়ে তারকা পেসার মার্কো জেনসনকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটলস। সদ্য অবসর গ্রহণ করা ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান আইপিএল-এ ব্রাত্য থাকলেও এসএ২০-তে দল পেয়েছেন। তাঁকে পার্ল রয়্যালস। কোনও বিদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ খরচ করা হয়েছে ২.১ মিলিয়ন র্যান্ড। ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের জন্য এই পরিমান অর্থ খরচ করেছে জোহানেসবার্গ সুপার কিংস।

একাধিক তারকাকে নিলামের আগেই ড্রাফ্টিং করে সই করিয়ে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। এই তালিকায় রয়েছে জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, কাগিসো রাবাডা, ডেভিড মিলার, ফাফ ডু প্লেসিস এবং এনরিচ নকিয়া।

ডিন এলগার এবং টেম্বা বাভুমা ছাড়াও এই নিলামে অবিক্রিত রয়ে গিয়েছেন, জিমি নিশম, ওডেন স্মিথ, ব্র্যান্ডন কিং, জেইডেন সিলস, সাই হোপ, টাইমাল মিলস, ওলি রবিনসন, পথুম নিসঙ্ক, কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা। অবিক্রিত ক্রিকেটাররা নিলামের দ্বিতীয় রাউন্ডেও দল পেতে পারেন।

English summary
Temba Bavuma and Dean Elgar remain unsold in the auction for SA20. Apart from them New Zealand's Jimmy Neesham, West Indians Odean Smith, Brandon King, Jayden Seales and Shai Hope, England's Tymal Mills and Ollie Robinson as well as Sri Lankans Pathum Nissanka, Kusal Mendis and Kusal Perera remain Unsold. Eoin Morgan brought by Paarl Royals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X