টেস্টে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড, কোন দল কয়টি ম্যাচ জিতেছে? হোম-অ্যাওয়ে রেকর্ড কী বলছে?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে পরপর দুই বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ইতিহাস রচনা করা ভারতীয় দল এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। তার আগে মুখোমুখি সাক্ষাতে টেস্ট পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে, তা দেখে নেওয়া যাক।

টেস্টে মুখোমুখি দুই দল
এখনও পর্যন্ত ১২২ বার টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ৪৭ বার জিতেছে ইংল্যান্ড। ২৬টি টেস্ট ম্যাচের ফলাফল ভারতের দিকে গিয়েছে। দুই দলের মধ্যে ৪৯টি টেস্ট ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। সে নিরিখে ইংল্যান্ডের পাল্লা যে ভারী, তা অনায়াসে বলে দেওয়া যায়।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৬০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ১৯টি ম্যাচ জিতেছে হোম টিম। ১৩টি ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে ২৮টি টেস্ট ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পাল্লা ভারী ভারতীয় ক্রিকেট দলের।

আত্মবিশ্বাসী ভারত
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফলে বিপুল আত্মবিশ্বাসে ভর করেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। আসন্ন সিরিজে ভারতের পাল্লা ভারী থাকবে বলে ধরে নেওয়া যায়।

পিছিয়ে নেই ইংল্যান্ডও
ভারত সফরে আসার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে অংশ নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। দুই ম্যাচের ওই সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে আসন্ন সিরিজে জো রুট শিবির যে ভারতকে বেগ দেবে, তা ধরে নেওয়া যায়।