For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা জেরে লকডাউন, স্পোর্টস ভিউয়ারশিপ বাড়াল ভারতীয় ক্রিকেট

করোনা জেরে লকডাউন, স্পোর্টস ভিউয়ারশিপ বাড়াল ভারতীয় ক্রিকেট

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে বিশ্বজুড়ে স্থগিত করে দেওয়া হয়েছে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। বন্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে ঘরবন্দি মানুষকে বিনোদন দিতে টিভি-তে পুরনো খেলাগুলির পুনঃপ্রচার করছে ব্রডকাস্টাররা। তার মধ্যে ভারতীয় দল ও ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লুউডব্লুউই-র ম্যাচগুলি সবচেয়ে বেশি চলেছে বলে বার্ক-নিয়েলসনের সদ্য প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে। সবমিলিয়ে বিশ্বব্যাপী প্রায় ৯৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের মতো বিশ্বের এগিয়ে থাকা দেশগুলিতে করোনার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২২৯ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।

বন্ধ খেলা

বন্ধ খেলা

করোনা ভাইরাসের জন্য ভারতের স্থগিত করে দেওয়া আইপিএল। দেশের অন্যান্য ক্রীড়া টুর্নামেন্টগুলিও একই কারণে স্থগিত কিংবা বাতিল করে দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও পরিস্থিতি একই।

পুনঃপ্রচার

পুনঃপ্রচার

লকডাউন জারি থাকার বিশ্বের অধিকাংশ দেশের মানুষ ঘরবন্দি। তাদের বিনোদন দিতে টিভিতে পুরোনো ক্রীড়া ইভেন্টগুলির পুনঃপ্রচার করছে ব্রডকাস্টাররা। তার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে ভারতীয় ক্রিকেট দল এবং ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লুউডব্লুউই-র ম্যাচগুলি।

২১ শতাংশ বৃদ্ধি

২১ শতাংশ বৃদ্ধি

সম্প্রতি এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছেন বার্ক-নিয়েলসন। তাতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল ও ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লুউডব্লুউই-র ম্যাচগুলি স্পোর্টস ভিউয়ারশিপ বাড়িয়েছে ২১ শতাংশ।

কোন ম্যাচ বেশি

কোন ম্যাচ বেশি

বার্ক-নিয়েলসনের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম পাকিস্তানের ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল সবচেয়ে বেশি ভিউয়ারশিপ পেয়েছে। ভিউয়ারশিপ মিনিটে বৃদ্ধির পরিমাণ ৮৭ শতাংশ। ভারত বনাম শ্রীলঙ্কার ২০১১-র বিশ্বকাপ ফাইনালের ম্যাচের স্পোর্টস ভিউয়ারশির ৫২ শতাংশ বেড়েছে বলে বার্ক-নিয়েলসনের সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে।

English summary
Team India's cricket matches boost sports viewership as per BARC-Nielsen report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X