For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাজঘরে ফিরে বুমরা নিজেই জানালেন যে তিনি ফিট, বললেন শ্রীধর

বিশ্বকাপে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন বিধ্বংসী বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তরণ অল রাউন্ডার বিজয় শঙ্করও।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন বিধ্বংসী বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তরণ অল রাউন্ডার বিজয় শঙ্করও। টুর্নামেন্ট চলাকালীন আর কোনও চোট-আঘাত ভারতীয় দলের ভারসাম্য নাড়িয়ে দিতে পারে, তা বুঝে মাঠে সাবধনতা অবলম্বন করতে কোনও কসুর করছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা।

তারই মধ্যে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে এজবাস্টনে ফিল্ডিং করার সময় ঝাঁপিয়ে বল ধরতে গিয়ে হাঁটু এবং কোমরে চোট পান ভারতীয় দলের অন্যতম স্তম্ভ জসপ্রীত বুমরা। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও তারপরও খেলে, উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে ড্রেসিং রুমে ফিরে বুমরা নিজেই নাকি জানান যে তিনি ফিট। আর তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে দল। তেমনটাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধর।

কী হয়েছিল

কী হয়েছিল

ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। জেতার তাগিদ মাঠে প্রতিটি ভারতীয় খেলোয়াড়ের শরীরী ভাষাতেই নজরে পড়ছিল। তাঁদের মধ্যে একটু বেশি ইনটেন্স হয়ে পড়া জসপ্রীত বুমরা বাংলাদেশী ব্যাটসম্যানের মারা শট বাউন্ডারি ছোঁয়ার আগে ঝাঁপিয়ে সেভ করেন। তারপর মাঠে খোঁড়াতে শুরু করেন। বোঝা যায় যে কোমর ও হাঁটুতে আঘাত পেয়েছেন টিম ইন্ডিয়ার মিস্ট্রি বোলার।

তারপর

তারপর

ঠিক সেই সময় ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধরের মনে হয়েছিল, এবার চোট-আঘাতের জেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার তালিকায় জসপ্রীত বুমরার নাম অন্তর্ভূক্ত হবে না তো! যদিও এরপরও বুমরা ম্যাচে বল করেন এবং ডেথ ওভারে বাংলাদেশের ইনিংস কার্যত একাই গুড়িয়ে দেন।

ড্রেসিং রুমে কী হল

ড্রেসিং রুমে কী হল

তা সত্ত্বেও মন থেকে ভয় দূর করতে পারছিলেন না ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর। বাংলাদেশকে হারিয়ে ভারতীয় খেলোয়াড়রা সাজঘরে ফিরলে সবার আগে চোট নিয়ে বুমরাকে প্রশ্ন করেছিলেন আর শ্রীধর। তিনি ফিট, বুমরা জানাতেই তিনি আশ্বস্ত হয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের ফিল্ডিং কোচ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে কী খেলবেন বুমরা?

শ্রীলঙ্কার বিরুদ্ধে কী খেলবেন বুমরা?

এই ম্যাচের আগে তিন দিন সময় পাচ্ছে টিম ইন্ডিয়া। এর মধ্যে জসপ্রীত বুমরার চোটের পরীক্ষা করা হবে। তারপরেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর।

English summary
Team India relived when Bumrah came back into the dressing room and said every thing is all right.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X