টি-টোয়েন্টিতে টানা ৯টি ম্যাচে জয় ভারতের, সিডনিতে দশম জিত আসবে কি?
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে শেষ হাসি কে হাসে, সে তো সময় বলবে। তবে দুই দলের লড়াই যে তুল্যমূল্য হবে, তা অনায়াসে বলে দেওয়া যায়। মানুকা ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টিতে টানা ৯ ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। সিডনিতে জয় এলে সেটি দশমতম হবে।

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ২০ ওভারের ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। সিরিজের পাঁচটি ম্যাচই জিতেছিলেন বিরাট কোহলিরা। তার মধ্যে দুটি জয় এসেছিল সুপার ওভার থেকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়
নিউজিল্যান্ড সফরের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। অর্থাৎ পরপর দুটি সিরিজ মিলিয়ে টানা সাতটা ম্যাচ জিতেছিল বিরাট কোহলি শিবির। তার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ে টি-২০ জেতে ভারত।

নবম জয় এল মানুকা ওভালে
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১১ রান আগে থেম যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

দশে পা দেওয়ার হাতছানি
রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সেটি জিতলে টি-টোয়েন্টিতে টানা ১০টি ম্যাচ জয় করবে বিরাট কোহলি শিবির।
প্রসঙ্গত শেষবার ২০১৯ সালে ঘরের মাঠে তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ ডিসেম্বর ভারত শেষবার টি-২০ ম্যাচ হারে, যারপর মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি জয়, অ্যাওয়েস সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ও অজিদের বিরুদ্ধে ১টি জয়, মোট টানা ৯টি ম্যাচ জিতেছে ভারত।