For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১১ বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির দিন ভাইরাল কোচ শাস্ত্রী, কারণটা জেনে নিন

২০১১ বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির দিন ভাইরাল কোচ শাস্ত্রী, কারণটা জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

২০১১ বিশ্বকাপ জয়ের এক যুগের উৎসবে সামিল দেশের সব ক্রিকেট প্রেমী মানুষ। দশ বছর পেরিয়ে আসা ওই ঐতিহাসিক ঘটনার নায়করা আবেগে হাবুডুবু খেয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত সচিন তেন্ডুলকর হাসপাতালের বেডে শুয়েও সেই জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে ভোলেননি। সে সবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হলেন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রবি শাস্ত্রী। কারণটা জেনে নিন।

ধারাভাষ্যকার শাস্ত্রী

ধারাভাষ্যকার শাস্ত্রী

ক্রিকেটার জীবনের ইতি ঘটা থেকে ভারতীয় দলের হেড কোচ হওয়ার মধ্যবর্তী সময়ে চুটিয়ে ধারাভাষ্য দিয়েছেন রবি শাস্ত্রী। তাঁর আইকনিক কণ্ঠস্বর ভারতের একাধিক স্মরণীয় ম্যাচের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তারই অন্যতম ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল। সৌভাগ্যক্রমে শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার নুয়ান কুলশেখরার বলে মহেন্দ্র সিং ধোনির সেই ঐতিহাসিক ছক্কা হাঁকানোর সমর কমেন্ট্রি বক্সে মাইক ছিল শাস্ত্রীর হাতে। তাঁক কণ্ঠস্বর মিশে গিয়েছিল ২৮ বছর পর ভারতের বিশ্বজয়ের রন্ধ্রে।

'ধোনি ফিনিশেস......'

'ধোনি ফিনিশেস......'

সেই মুহুর্তটি ভুলতে পারবেন না আপাময় ভারতবাসী। ভারতীয় ইনিংসের ৪৮তম ওভারের তৃতীয় বল করেছিলেন শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরা। বিশ্বকাপ জিততে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। স্ট্রাইকে ছিলেন এমএস ধোনি। যিনি বড় কিছু করার সংকল্প নিয়েই সেদিন মাঠে নেমেছিলেন। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা যুবরাজ সিংয়ের চোখ ছলছল। স্টেডিয়াম জুড়ে নিঃস্তব্ধতা। আচমকাই গর্জে উঠেছিল মাহির ব্যাট। বল উড়ে গিয়ে পড়েছিল বাউন্ডারির বাইরে। কমেন্ট্রি বক্সে বসে থাকা রবি শাস্ত্রী সমস্বরে বলেছিলেন, 'ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল'। এরপর যা হয়েছিল, তা তো ইতিহাস।

ভিডিও পোস্ট শাস্ত্রীর

২০১১ সালের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির দিনে এমএস ধোনির সেই ছক্কা ও তাঁর কমেন্ট্রির মিশেলে তৈরি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন রবি শাস্ত্রী। সেই ভারতীয় দলের সব সদস্যদের শুভেচ্ছাও জানিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান কোচ।

ভাইরাল রবি

এমএস ধোনির ওই ছক্কার সঙ্গে রবি শাস্ত্রীর ওই কমেন্ট্রি যে কতটা প্রাসঙ্গিক, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একের পর এক পোস্টে প্রমাণ হয়। যেখানে নায়কের মর্যাদা দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার বর্তমান কোচকেও।

English summary
Team India head coach Ravi Shastri goes viral in 10th anniversary of 2011 World Cup win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X