For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে ডেথ ওভারে বাজিমাত অস্ট্রেলিয়ার, জুলাইয়ের পর ফের হার ভারতের

বৃহস্পতিবার চিন্নাস্বামীতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়তে ব্যর্থ ভারত, ১১টি অ্যাওয়ে ম্যাচের পর জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

পারল না ভারত। একদিনের ম্যাচে একটানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়তে পারল না ভারত। বেঙ্গালুরুতে ভিলেন বৃষ্টি নয়, ভিলেন হয়ে গেল লোয়ার অর্ডারের ভেঙে পড়া।

বেঙ্গালুরুতে ডেথ ওভারে বাজিমাত অস্ট্রেলিয়ার, হার ভারতের

বৃহস্পতিবার দুর্গা অষ্টমীতে ভারত দলকে আনন্দ এনে দিতে পারল না। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। এদিন প্রথম থেকেই দারুণ ছন্দে ছিল অজি ব্রিগেড। চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক পিচে ওপেনিং জুটিতে ওঠে ২৩১ রান। ওপেনার অ্যারন ফিঞ্চ ৯৪ রান করে আউট হয়ে গেলেও ডেভিড ওয়ার্নার মাত্র ১১৯ বলে ১২৪ রান করেন। তবে এদিন ব্যর্থ অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানের বিশাল টোটাল তোলে অস্ট্রেলিয়া।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Australia 334/5 in 50 overs (Warner 124, Finch 94) <a href="https://twitter.com/hashtag/INDvAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvAUS</a> <a href="https://t.co/ggHMPGi9YC">pic.twitter.com/ggHMPGi9YC</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/913364796736598018?ref_src=twsrc%5Etfw">September 28, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি ভারতীয় দল। ১০৬ রানে অজিঙ্ক রাহানের উইকেট হারায় ভারত। রোহিত- রাহানে যেরকম দুরন্ত শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল অজিদের ৩৩৪ রানও সুরক্ষিত নয়। রাহানে ৫৩ রানে আউট হয়ে যান। ৫ টি ছয়ের সঙ্গে মাত্র ৫৫ বলে ৬৫ রান করেন। কিন্তু এরপর বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান রোহিত শর্মা। অধিনায়ক কোহলিও ২১ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। এই অবস্থায় ফের হার্দিক পান্ডিয়া-কেদার যাদব- মণীশ পান্ডে জুটিতে ধীরে ধীরে অস্ট্রেলিয়ার স্কোর তাড়া করে এগোচ্ছিল ভারতীয় দল। পান্ডিয়া ৪১ , যাদব ৬৭ ও মণীশ পান্ডে ৩৩ রান করেন। তবে কেদার যাদব ও মণীশ পান্ডেকে পরপর আউট করে দিয়ে ফের ম্যাচে ফেরে টিম অস্ট্রেলিয়া। ডেথ বোলিংয়ের সামনে হার মেনে নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অক্ষর প্যাটেলরা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৩ রানে থমকে যায় ভারতীয় ইনিংস।

বেঙ্গালুরু ম্যাচ জিতলে একটানা ১০টা একদিনের ম্যাচ জেতার নজির গড়ত ভারত। কিন্তু তা আর করা হল না। ৯২৬টা একদিনের ম্যাচের ইতিহাস সমৃদ্ধ ভারত ক্রিকেটে আরেকটি নতুন ইতিহাস গড়া থেকে বঞ্চিত হল টিম ইন্ডিয়া।

জুলাই মাসে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হারার পর ফের ২৮ সেপ্টেম্বর একদিনের ম্যাচে হারের স্বাদ চাখল টিম বিরাট। অন্যদিকে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া শেষ একদিনের ম্যাচ জিতেছিল ২৬ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে। বিদেশের মাটিতে তারা টানা ১১টা ম্যাচ হারার পর ফের জয় পেল।

English summary
Team India fail to achieve landmark winning streak in oneday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X