For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বিরাটের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ! তদন্ত করতে পারে বিসিসিআই!

এবার বিরাটের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ! তদন্ত করতে পারে বিসিসিআই!

  • |
Google Oneindia Bengali News

এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ইস্যুতে তদন্ত শুরু করতে চলেছেন বিসিসিআইয়ের এথিক্স অফিসার ডিকে জৈন। জেরাও করা হতে পারে টিম ইন্ডিয়ার অধিনায়ককে।

এবার বিরাটের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ! তদন্ত করতে পারে বিসিসিআই!

বিরাট কোহলির বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশেন বা এমপিসিএ আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। তাঁর বক্তব্য, কর্নারস্টোন ভেনচার পার্টনারস এলএলপি এবং বিরাট কোহলি স্পোর্টস এলএলপি-এর অন্যতম ডিরেক্টর টিম ইন্ডিয়ার অধিনায়ক। কোম্পানির সহ-ডিরেক্টররা ভারতীয় ক্রিকেটারদের ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

অন্যদিকে জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটলসের সহ-মালিক, জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ স্পোর্টসের শাখা সংস্থার টি-শার্ট গায়ে চাপিয়ে ফটো শ্যুট করেন মহারাজ। ব্যাট হাতে স্যাডোর ছবি এবং ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিসিসিআই সভাপতি। তা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে। উল্লেখ্য গত মরশুমের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা ছিলেন মহারাজ।

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা প্যানেলের তৈরি করে দেওয়া বিসিসিআইয়ের সংবিধান নাড়াচাড়া করলে ইঙ্গিত পাওয়া যায় যে হয়তো স্বার্থের সংঘাতের মধ্যে পড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি হওয়া সত্ত্বেও আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ সিমেন্টের সঙ্গে যুক্ত হওয়া মানেই যে স্বার্থের সংঘাতে জড়াতে চলেছেন মহারাজ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই অভিযোগ অস্বীকার করেছেন বিসিসিআই সভাপতি।

English summary
Team India captain Virat Kohli to examine conflict of interest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X