For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চেষ্টা করলে সবই সম্ভব', কেন এমন মনে হয় ভারত অধিনায়ক বিরাটের

'চেষ্টা করলে সবই সম্ভব', কেন এমন মনে হয় ভারত অধিনায়ক বিরাটের

  • |
Google Oneindia Bengali News

চেষ্টা করলে সবই সম্ভব বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, লড়াই চালিয়ে গেলে অতি দুর্গম লক্ষ্যও অতিক্রম করা সম্ভব বলে মনে করেন বিরাট। এই ইস্যুতে ২০১৪ সালের ভারত বনাম অস্ট্রেলিয়ার অ্যাডলিড টেস্টের কথা উল্লেখ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট অ্যাডিলেড ওভালে হয়েছিল। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫১৭ রান করেছিল অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে সর্বোচ্চ ১৬২ রান করেছিলেন স্টিভ স্মিথ। শতরান করেছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার (১৪৫) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (১২৮)। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি, বরুণ অ্যারন ও করুণ শর্মা।

ভারতের লড়াই

ভারতের লড়াই

অধিনায়ক বিরাট কোহলির ১১৫ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৪৪ রান করেছিল ভারত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ফের শতরান করেছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার (১০২)। ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের মাথায় ইনিংস ঘোষণা করেছিল হোম টিম। দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১৫-তেই শেষ হয়ে গিয়েছিল বিরাট কোহলির ভারত। ৪৮ রানে ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া।

বিরাট কোহলির লড়াই

বিরাট কোহলির লড়াই

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১৫-তেই শেষ হয়ে গিয়েছিল ভারত। তবে লড়াই হয়েছিল কাঁটায় কাঁটায়। লড়াই করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গী হিসেবে পেয়েছিলেন ওপেনার মুরলী বিজয়কে। ১৭৫ বলে ১৪১ রান করেছিলেন ভিকে। ৯৯ রান করে আউট হয়েছিলেন বিজয়।

কোনও কিছুই অসম্ভব নয়

কোনও কিছুই অসম্ভব নয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই অ্যাডিলেড টেস্ট থেকেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির হাতেখড়ি হয়েছিল। ম্যাচ হারলেও তিনি সেদিন উপলব্ধি করেছিলেন যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আরেকটু চেষ্টা করলে হয়তো ওই টেস্ট ম্যাচ তাঁরা জিতে জেতেন বলেও বিশ্বাস করেন বিরাট। সেই ম্যাচ থেকে ভারতীয় দলও বিশেষ বার্তা পেয়েছিল বলে মনে করেন অধিনায়ক।

বিশ্বকাপ জিতে দলের কাঁধে চেপে অবসর নেবেন ধোনি! ভবিষ্যদ্বাণী শ্রীসন্থেরবিশ্বকাপ জিতে দলের কাঁধে চেপে অবসর নেবেন ধোনি! ভবিষ্যদ্বাণী শ্রীসন্থের

English summary
Team India captain Virat Kohli says anything can possible
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X