For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিন রাতের টেস্টে পন্টিং-ক্লার্কের সমান হয়ে গাভাসকরকে টপকাতে পারেন বিরাট

দিন রাতের টেস্টে পন্টিং-ক্লার্কের সমান হয়ে গাভাসকরকে টপকাতে পারেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপী বলের টেস্টে চালকের আসনে বসে রয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম দিনে ভারতীয় বোলারদের দাপটে পর্যুদস্ত হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। এবার ভারতীয় ব্যাটসম্যানদের প্রত্যুত্তর কেমন হয়, সেদিকেও তাকিয়ে থাকবে বিশ্বে। বিশেষ নজর থাকবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই দুই গুরুত্বপূর্ণ রেকর্ডের মালিক গতে পারেন রান মেশিন।

তৃতীয় ভারতীয় হিসেবে এক হাজার রান

তৃতীয় ভারতীয় হিসেবে এক হাজার রান

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপী বলের টেস্টে এক অনন্য ক্লাবে প্রবেশ করার সুযোগ পাবেন বিরাট কোহলি। তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ঘরের মাঠে এক হাজার রান পূর্ণ হবে ভারত অধিনায়কের।

তালিকার প্রথম দুই স্থানে রয়েছেন কারা

তালিকার প্রথম দুই স্থানে রয়েছেন কারা

দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে সুনীল গাভাসকরের। সংশ্লিষ্ট প্রেক্ষাপটে ১৩৩১ রান করেছেন লিটল মাস্টার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০২২ রান করেছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১টি টেস্ট খেলে ৯৮৮ রান করেছেন।

পন্টিংকে ধরতে পারেন বিরাট

পন্টিংকে ধরতে পারেন বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটের সবকটি ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৭০টি শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছলে অস্ট্রেলিয় কিংবদন্তি রিকি পন্টিংয়ের সমান হবেন ভারত অধিনায়ক। দেশের হয়ে ৭১টি শতরান হাঁকিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

আমলা ও ক্লার্কের সমান হওয়ার সুযোগ

আমলা ও ক্লার্কের সমান হওয়ার সুযোগ

টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ২৭টি শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাশিম আমলা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের সমান হবেন রান মেশিন। ওই দুই বিদেশি ক্রিকেটার টেস্টে ২৮টি করে শতরান হাঁকিয়েছেন।

মোতেরা টেস্টে গুচকে টপকে যাওয়ার মুখে দাঁড়িয়ে বিরাট, কী বলছে পরিসংখ্যানমোতেরা টেস্টে গুচকে টপকে যাওয়ার মুখে দাঁড়িয়ে বিরাট, কী বলছে পরিসংখ্যান

English summary
Team India captain Virat Kohli is infront of two major records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X