শীর্ষে থেকেই বছর শেষ বিরাটের, আইসিসি ক্রম তালিকায় সেকেন্ড বয় রোহিত
ওয়ান ডে ফর্ম্যাটে শীর্ষ স্থানে থেকেই ২০২০ শেষ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কোনও ম্যাচ না খেলেও নিজের জায়গা ধরে রাখলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকায় কে কোথায় রয়েছেন, তা দেখে নেওয়া যাক।

শীর্ষে বিরাট, দ্বিতীয় রোহিত
ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর আইসিসি প্রকাশিত ক্রম তালিকার ব্যাটসম্যানদের বিভাগে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন বিরাট কোহলি। তাঁর রেটিং ৮৭০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ না খেলেও ৮৪২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রোহিত শর্মা।

তালিকায় আর কারা
৮৩৭ রেটিং নিয়ে আইসিসি-র ওয়ান ডে ক্রম তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরের রেটিং ৮১৮। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একটি শতরান সহ ২৪৯ রান করা অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ পঞ্চম স্থানে উঠে এসেছেন। তাঁর রেটিং ৭৯১।

বোলিং বিভাগে কে কোথায়
আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ৭২২ রেটিং রয়েছে তাঁর ঝুলিতে। ৭০১ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। ক্রম তালিকার তৃতীয় স্থানে থাকা জসপ্রীত বুমরাহের রেটিং ৭০০। প্রথম দশে জায়গা পাননি আর কোনও ভারতীয় বোলার। অন্যদিকে অল রাউন্ডারদের বিভাগে অষ্টম স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। শীর্ষ স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

দলগত অবস্থান
আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকায় ১২৩ রেটিং নিয়ে শীর্ষ স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১১৬।
ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্ট পাচ্ছে মোতেরা! আভাস জয় শাহের!