For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ান ডে-তে বিরাট মাইলফলকের থেকে মাত্র ২৩ রান দূরে কোহলি

ওয়ান ডে-তে বিরাট মাইলফলকের থেকে মাত্র ২৩ রান দূরে কোহলি

  • |
Google Oneindia Bengali News

চেজ মাস্টার বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভাল খেলেও ভারতকে জেতাতে পারেননি। এই পরিস্থিতিতে দুই দেশের একদিনের সিরিজের শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও সম্মানরক্ষারও বটে। এই ম্যাচেই ২৩ রান করলে ওয়ান ডে ক্রিকেটে বিরাট নজির গড়বেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

১২ হাজারের থেকে ২৩ রান দূরে কোহলি

১২ হাজারের থেকে ২৩ রান দূরে কোহলি

ওয়ান ডে-তে এখনও পর্যন্ত ২৫০টি ম্যাচ খেলে ১১৯৭৭ রান করেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে আর ২৩ রান করলেই ১২ হাজারের ক্লাবে ঢুকে পড়বেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তেমনটা হলে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও টপকে যাবেন বিরাট।

সচিনের রেকর্ড

সচিনের রেকর্ড

ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ওয়ান ডে-তে ৩০৯টি ম্যাচ ও ৩০০টি ইনিংস খেলে ১২ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এতদিন এই নজির ছিল মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। সেই রেকর্ড ভেঙে দেওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি।

সচিনকে টপকে যেতে পারেন বিরাট

সচিনকে টপকে যেতে পারেন বিরাট

ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ২৫০টি ম্যাচ ও ২৪১টি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ১২ হাজার রান পূর্ণ করলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়বেন তিনি। সেক্ষেত্রে ২৫১টি ম্যাচ খেলে এলিট ক্লাবে প্রবেশ করবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেট রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে ৩২৩টি ম্যাচ ও ৩১৪টি ইনিংস খেলে এলিট ক্লাবে প্রবেশ করেন তিনি।

অন্তঃসত্ত্বায় সুপার ফিট অনুষ্কা, বিরাটের সাহায্য নিয়ে শীর্ষাসন, পোস্ট ভাইরালঅন্তঃসত্ত্বায় সুপার ফিট অনুষ্কা, বিরাটের সাহায্য নিয়ে শীর্ষাসন, পোস্ট ভাইরাল

English summary
Team India captain Virat Kohli 23 runs away from reaching 12 thousands ODI runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X