For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবং নিউজিল্যান্ডের সেরা পার্টনারশিপের পরিসংখ্যান

যুদ্ধের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবং নিউজিল্যান্ডের সেরা পার্টনারশিপের পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

এজবাস্টনে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্ট ৯ উইকেটে হারানোর পর কারও মানতে অসুবিধা হওয়ার কথা নয় যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ের ক্ষেত্রে একধাপ এগিয়ে গিয়েছে তারা। সেই দলকে ধাক্কা দিতে হলে যে পারফরম্যান্স প্রয়োজন, তা দেখানোর ক্ষমতা ভারতের রয়েছে বলেও মনে করেন ক্রিকেট প্রেমীরা। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা অনায়াসে বলে দেওয়া যায়। সেই আবহে টুর্নামেন্টে দুই দলের সেরা পার্টনারশিপ দেখে নেওয়া যাক।

ভারতের সেরা পার্টনারশিপ

ভারতের সেরা পার্টনারশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম উইকেট বা ওপেনিং জুটিতে সবচেয়ে বড় পার্টনারশিপ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মার মধ্যে জুটিতে ৩১৭ রান উঠেছিল। ২১৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। ১৭৬ রান করেছিলেন রোহিত শর্মা। ২০১৯ সালের অগাস্টে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অষ্টম উইকেটে হনুমা বিহারী ও ইশান্ত শর্মার মধ্যে ১১২ রানের পার্টনারশিপ হয়েছিল। যা ওই উইকেটে টুর্নামেন্টের মধ্যে সর্বাধিক। ওই ম্যাচে শতরান করেছিলেন হনুমা।

নিউজিল্যান্ডের সেরা সেরা পার্টনারশিপ

নিউজিল্যান্ডের সেরা সেরা পার্টনারশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ উইকেটের পার্টনারশিপে সেরা নিউজিল্যান্ড। ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের মধ্যে ৩৬৯ রানের ম্যারাথন পার্টনারশিপ হয়েছিল। ২৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কেন। ১৫৭ রান করেছিলেন হেনরি। এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা পার্টনারশিপও বটে।

ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন কে?

ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন কে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড পাকিস্তানের ইয়াসির শাহের। ২০১৯ সালের নভেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮.৪ ওভার বল করে ২০৫ রান দিয়েছিলেন পাক ক্রিকেটার। তালিকার অনেকটাই পিছনে থাকা ভারতের রবিচন্দ্রণ অশ্বিন ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে ৫৫.১ ওভারে ১৪৬ রান দিয়েছেন।

এক ইনিংসে সর্বাধিক ব্যাটিং স্ট্রাইক রেট

এক ইনিংসে সর্বাধিক ব্যাটিং স্ট্রাইক রেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও ম্যাচের এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটিং স্ট্রাইক রেটের অধিকারী ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদব। ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে ১০ বলে তিনি ৩১ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ৩১০। নিউজিল্যান্ড শিবিরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের অধিকারী ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে ১৫৮.৩৩ স্ট্রাইক রেট নিয়ে ২৪ বলে ৩৮ রান করেছিলেন।

English summary
Team India and New Zealand's highest partnerships by wicket and runs in World Test Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X