For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা দুই বার মুস্তাক আলি ট্রফির ফাইনালে কার্তিকের তামিলনাড়ু, হার রাজস্থানের

টানা দুই বার মুস্তাক আলি ট্রফির ফাইনালে কার্তিকের তামিলনাড়ু, হার রাজস্থানের

  • |
Google Oneindia Bengali News

টানা দুই বার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে পৌঁছলো তামিলনাড়ু। টানা দুই বার একই কাণ্ড করে দেখাল প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের দল। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েছে গত বারের রার্নাসরা।

টসে জেতে রাজস্থান

টসে জেতে রাজস্থান

আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৫৪ রান তোলে। ৫১ রানের লড়াকু ইনিংস খেলে অধিনায়ক অশোক মানেরিয়া। ৪৫ রান করেন অরজিৎ গুপ্তা।

তামিলনাড়ুর বোলিং

তামিলনাড়ুর বোলিং

তামিলনাড়ুর হয়ে ৪ উইকেট নেন এম মহম্মদ। দুই উইকেট নেন সাই কিশোর। একটি করে উইকেট নেন সোনু যাদব, বাবা অপরাজিত ও মুরুগান অশ্বিন।

তামিলনাড়ুর ব্যাটিং

তামিলনাড়ুর ব্যাটিং

তামিলনাড়ু ব্যাটসম্যানদের দাপটের সামনে দাঁড়াতে পারেননি রাজস্থানের বোলাররা। ১৮.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দীনেশ কার্তিকের দল। ৫৪ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে তামিলনাড়ুকে কার্যত একাই ম্যাচ জেতান অরুণ কার্তিক। ২৮ বলে ২৮ রান করেন নারায়ণ জগদীশন। ১৭ বলে ২৬ রান করেন অধিনায়ক দীনেশ কার্তিক।

রাজস্থানের বোলিং

রাজস্থানের বোলিং

সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম সেমিফাইনালে রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন তানবীর-উল-হক, অনিকেত চৌধুরী এবং রবি বিষ্ণোই। ৩১ জানুয়ারি একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলবে তামিলনাড়ু। পাঞ্জাব এবং বরোদার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল যে দল জিতবে, তাদের সঙ্গে দীনেশ কার্তিকদের মোকাবিলা হবে।

ছবি সৌজন্য বিসিসিআই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তানের দাপুটে জয়, নায়ক ফওয়াদদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তানের দাপুটে জয়, নায়ক ফওয়াদ

English summary
Tamil Nadu beat Rajasthan and enters into 2nd successive final of Syed Mushtaq Ali Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X