For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনকে খেলা নিয়ে পরামর্শ দেওয়া কর্মীকে খুঁজে বের করল তাজ

সচিনকে খেলা নিয়ে পরামর্শ দেওয়া কর্মীকে খুঁজে বের করল তাজ

  • |
Google Oneindia Bengali News

আর্ম গার্ড পরা নিয়ে সচিন তেন্ডুলকরকে মূল্যবান পরামর্শ দেওয়া কর্মীকে খুঁজে বের করল তাজ হোটেল কর্তৃপক্ষ। মাস্টার ব্লাস্টারের সঙ্গে ওই কর্মীর যোগাযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। তাজ হোটেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।

সচিনের স্মৃতিচারণ

সচিনের স্মৃতিচারণ

টুইটারে পোস্ট করা ভিডিও-তে মাস্টার ব্লাস্টার বলেন, তখন টেস্ট খেলতে চেন্নাই-তে ছিল টিম ইন্ডিয়া। বিখ্যাত তাজ কোরোমন্ডেল হোটেলে উঠেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। হোটেলে রিসেপশনে ফোন করে নিজের জন্য কফি চেয়ে পাঠিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই সময় যে ওয়েটার তাঁর রুমে কফি নিয়ে এসেছিলেন তাঁর প্রতিভায় মুগ্ধ হন সচিন।

মূল্যবান পরামর্শ

মাস্টার ব্লাস্টার বলেন, সেদিন খেলা সংক্রান্ত এক মূল্যবান পরামর্শ দিয়েছিলেন তাজ হোটেলের ওই ওয়েটার। সচিন জানান, খানিকটা অযাচিত ভাবেই ওই ওয়েটার তাঁকে পরামর্শ দিতে চেয়েছিলেন। তা শুনেওছিলেন মাস্টার ব্লাস্টার। ওই ওয়েটার বলেছিলেন যে তিনি সচিনের বিরাট বড় ভক্ত। মন দিয়ে তিনি মাস্টার ব্লাস্টারের প্রতিটি ইনিংস দেখেন। সেই জায়গা থেকে তাঁর মনে হয়েছে যে সেই সময় সচিন যে আর্ম-গার্ড পরে ব্যাটিং পরতেন, তা ত্রুটিপূর্ণ। কারণ, ওই আর্ম গার্ড পরলে সচিনের ব্যাটের সুইং পরিবর্তন হয়ে যায় বলে মনে হয়েছিল তাজ হোটেলের ওই ওয়েটারের।

পরামর্শ শুনেছিলেন সচিন

পরামর্শ শুনেছিলেন সচিন

চেন্নাই-র হোটেলের ওই ওয়েটারের কথা মেনে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এহেন সামান্যতম অথচ গুরুত্বপূর্ণ ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ওই ওয়েটারকে ধন্যবাদও জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। বলেছিলেন, এর আগে কেউ তাঁর এই ভুলটা ধরতে পারেননি। এরপরই তিনি তাঁর আর্ম গার্ডটি নতুন করে তৈরি করেছিলেন এবং এর ফলও পেয়েছিলেন বলে জানিয়েছেন সচিন।

হোটেল কর্মীর খোঁজে সচিন

হোটেল কর্মীর খোঁজে সচিন

চেন্নাই-র তাজ কোরোমন্ডেল হোটেলের ওই কর্মীকে খুঁজে বেড়াচ্ছেন সচিন তেন্ডুলকর। নেটিজেনদের কাছে তাঁকে খুঁজে দেওয়ার আবেদনও জানান মাস্টার ব্লাস্টার। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য ২০১৭ সালে এক অনুষ্ঠানে একই ঘটনার উল্লেখ করেছিলেন সচিন।

তাজের উদ্যোগ

পরিষেবার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা তাজ হোটেল কর্তৃপক্ষ সচিন তেন্ডুলকরের আবেদনে সাড়া দিয়েছে। পাল্টা টুইটে সচিনের সঙ্গে গুরুপ্রসাদ নামে ওই কর্মীর ছবি পোস্ট করেছে তারা। সেই ঘটনা উত্থাপন করার জন্য মাস্টার ব্লাস্টারকে ধন্যবাদও জানিয়েছে তাজ হোটেল কর্তপক্ষ।

English summary
Taj Hotel employee has been found who advised Sachin on his playing days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X