For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলি খারাপ সময়ে পাশে পেয়েছিলেন একমাত্র ধোনিকে! কোন বার্তায় বেড়েছিল মনোবল?

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি এবারের আইপিএলে চেনা ছন্দে ছিলেন না। ইংল্যান্ড সফরটিও ভালো যায়নি। এরপর ছয় সপ্তাহের বিরতি নিয়ে ভারতীয় দলে কামব্যাক। কয়েক মাস আগেও অনেকেই প্রশ্ন তুলছিলেন টি ২০ বিশ্বকাপে কোহলির দলে থাকা নিয়ে। মজার ব্যাপার হলো, সেই বিরাটই এবারের বিশ্বকাপে এখনও অবধি সর্বাধিক রানের মালিক। এরই মধ্যে ভাইরাল হয়েছে খারাপ সময়ে বিরাট কোহলির এক দারুণ অভিজ্ঞতার কথা।

বিরাট কোহলি খারাপ সময়ে পাশে পেয়েছিলেন একমাত্র ধোনিকে!

ছয় সপ্তাহের বিশ্রাম নিয়ে এশিয়া কাপ খেলতে নেমেই দুরন্ত ছন্দে পাওয়া যায় বিরাটকে। ২০১৯ সালের পর থেকে সেঞ্চুরি পাচ্ছিলেন না। এশিয়া কাপেই টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানটিও হাঁকান। চলতি টি ২০ বিশ্বকাপে বিরাট তিনটি অর্ধশতরান-সহ ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন। গড়ছেন একের পর এক নজির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেন, খারাপ সময়ে একমাত্র মহেন্দ্র সিং ধোনিই তাঁকে মেসেজ করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পরেই।

বিরাট বলেছেন, একমাত্র মহেন্দ্র সিং ধোনিই ওই সময় আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এটা আমার কাছে আশীর্বাদতুল্য। তাও এমন একজনের কাছ থেকে যাঁর সঙ্গে আমার সুদৃঢ় বন্ধন রয়েছে। তিনি আমার চেয়ে সিনিয়র, কিন্তু তাঁর সঙ্গে আমার পারস্পরিক সম্পর্কও দারুণ। আমার ও ধোনির মধ্যে এমন বন্ধুত্ব রয়েছে যার ভিত্তিই হলো পারস্পরিক সম্মান। ধোনির মেসেজে এমন কথা লেখা ছিল যে, নিজেকে শক্ত করতে এবং শক্তিশালী ব্যক্তি হিসেবে এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যা দেখে সবকিছু কেমন চলছে সেই প্রশ্ন করতেই মানুষ ভুলে যাবেন। ধোনির এই বার্তা তাঁকে মানসিকভাবে আরও শক্তিশালী যে করে তুলেছিল সেই কথাটিই বলতে চেয়েছেন কিং কোহলি।

কোহলির কথায়, আমি সব সময় সেই মানুষজনকেই দেখতে চাই যাঁরা খুব আত্মবিশ্বাসী, মানসিকভাবে খুব শক্তিশালী, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করে আমাদের পথ দেখাতে পারেন। আমাদের জীবনের চলার পথে কয়েক কদম পিছিয়ে গিয়ে পরিস্থিতির অনুধাবন করা, সবকিছু ঠিকভাবে চলছে কিনা তা বোঝার চেষ্টা করাটা যে জরুরি সে কথাও বুঝিয়ে দিয়েছেন বিরাট। বিরাট কোহলি এবার জন্মদিন উদযাপন করেছেন মেলবোর্নে। সাংবাদিকদের আনা কেক কাটার ফাঁকে তিনি বলেছেন, আবারও একটি কেক তিনি কাটতে চান। বিরাট যে ১৩ নভেম্বর ফাইনাল জিতে তার সেলিব্রেশনের কথা বলতে চেয়েছেন সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। বিরাট দুরন্ত ছন্দেও রয়েছেন। তাঁর ব্যাটকে কথা বলিয়েই প্রথমবার টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চাইছেন কিং কোহলি।

English summary
T20 World Cup 2022: Virat Kohli Says Only MS Dhoni Has Genuinely Reached Out To Him During Rough Patch. Virat Is Now The Leading Run Scorer In The Ongoing T20 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X