For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তান দ্বৈরথ, ১৯৯২ বিশ্বকাপের প্রতিশোধ চাইবেন বাটলাররা

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। আজ অ্যাডিলেডে রোহিত শর্মার ভারতকে ১০ উইকেটে হারিয়ে, চার ওভার বাকি থাকতেই। এর ফলে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় কোনও দেশ হিসেবে রবিবারের মেলবোর্নে দ্বিতীয়বার টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ইংল্যান্ড অথবা পাকিস্তান।

১৯৯২ বিশ্বকাপের প্রতিশোধ চাইবেন বাটলাররা

পাকিস্তানের মতো ইংল্যান্ডও এই নিয়ে তৃতীয়বার টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলবে। পাকিস্তান ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে ৫ রানে পরাস্ত হয়েছিল। ২০০৯ সালের টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। তারপর আর পাকিস্তান টি ২০ বিশ্বকাপ খেতাব জেতেনি। ইল্যান্ড ২০১০ সালের টি ২০ বিশ্বকাপ খেতাব জিতেছিল। ২০১০ সালে ব্রিজটাউনের কেনিংটন ওভালে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে। তবে ২০১৬ সালে ফাইনালে উঠে আর খেতাব জিততে পারেনি। ইডেনে রুদ্ধশ্বাস ফাইনালে ৪ উইকেটে পরাস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। ৬ বছর পর ফের টি ২০ বিশ্বকাপ খেলবেন জস বাটলাররা। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল জেতার পর ফের আরও একটি বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড।

ইংল্যান্ড আজ ফাইনালের টিকিট কনফার্ম করতেই ক্রিকেটপ্রেমীদের মনে পড়ছে ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালের কথা। সেবারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবারও ভারত হারিয়েছিল পাকিস্তানকে। কিন্তু ভারত ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান। এবারের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালেও বাবর আজমের দল গতকাল হারিয়ে দিয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে।

অন্যদিকে, ১৯৯২ সালের বিশ্বকাপের অপর সেমিফাইনালে ইংল্যান্ড হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবারের টি ২০ বিশ্বকাপে বিশ্বের ১ নম্বর দলকে হেলায় হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। মেলবোর্নের ফাইনালে ১৯৯২ সালের ২৫ মার্চ ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের পাকিস্তান। এবার সেই এমসিজিতেই মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জস বাটলারের ইংল্যান্ড, যারা আবার টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর দল। আয়ারল্যান্ডর কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে দল যেভাবে খেলছে তাতে সন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের ব্যাটিং গভীরতাই আগ্রাসী ব্যাটিংয়ের সহায়ক পরিস্থিতি তৈরি করে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। অ্যালেক্স হেলসের পাশাপাশি বাটলার এদিন প্রশংসা করেছেন ক্রিস জর্ডনের। মার্ক উডের পরিবর্ত হিসেবে দলে ঢুকে চলতি টি ২০ বিশ্বকাপ ফাইনালের প্রথম ম্যাচেই তিনি যেভাবে বোলিং করেছেন, বিশেষ করে ডেথ ওভারে তাতে খুশি বাটলার।

টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনাল দেখছেন মিতালি, রোহিতের উপর বাজি হরভজনেরটি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনাল দেখছেন মিতালি, রোহিতের উপর বাজি হরভজনের

English summary
England Will Face Pakistan In Melbourne In The T20 World Cup Final. Pakistan Defeated England In 1992 World Cup At MCG.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X