For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ফেভারিট রোহিতরা, আইসিসি ইভেন্টের নক আউট পর্বে ভারতের ট্র্যাক রেকর্ড কেমন?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে কিনা তা স্পষ্ট হয়ে যাবে আজকের অ্যাডিলেডেই। দ্বিতীয় সেমিফাইনালে আজ রোহিতদের সামনে ইংল্যান্ড। ভারত শেষবার আইসিসির কোনও ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মেন ইন ব্লু জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর থেকে অধরাই থেকেছে আইসিসির খেতাব।

ধারা বদলের লড়াই

ধারা বদলের লড়াই

ভারত আইসিসির নক আউট পর্বের কোনও ম্যাচে শেষবার জয়লাভ করেছিল ৫ বছর আগে। ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাস্ত হয়েছিল ভারত। ভারতের পুরুষ সিনিয়র দলের আইসিসি ইভেন্টে শেষরক্ষা করতে না পারার ট্র্যাক রেকর্ডে এবার বদল আনার হাতছানি রয়েছে রোহিত শর্মাদের সামনে।

ভারতই ফেভারিট

ভারতই ফেভারিট

২০১৪ সালের টি ২০ বিশ্বকাপ থেকে ধরলে ভারত আইসিসি টুর্নামেন্টে ৮টি নক আউট ম্যাচ খেলেছে। জিতেছে তিনটিতে, হার পাঁচটিতে। ভারতীয় দল যে ছন্দে রয়েছে তাতে আজ বিশ্বের ১ নম্বর টি ২০ দল ইংল্যান্ডের চ্যালেঞ্জের মোকাবিলা করতে নামবে ফেভারিট হিসেবেই। জিতলেই মিলবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের টিকিট। উল্লেখ্য, চলতি টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে এই এমসিজিতেই পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। ফাইনালে তার পুনরাবৃত্তি ঘটাতে পারলেই ২০০৭ সালের পর ভারত আরও একবার টি ২০ বিশ্বকাপের দখল নিতে পারবে।

পারস্পরিক দ্বৈরথে এগিয়ে

পারস্পরিক দ্বৈরথে এগিয়ে

কাপ জয় দুই কদম দূরে। আইসিসি ইভেন্টে নক আউট পর্বে ব্যর্থতার পরিসংখ্যান মাথা থেকে রোহিতদের ঝেড়ে ফেলতেই হবে। রোহিতদের মনোবল বাড়াতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সাফল্য। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত টি ২০ আন্তর্জাতিক দ্বৈরথের নিরিখে এগিয়ে রয়েছে ১২-১০ ব্যবধানে। দুই দেশের পারস্পরিক দ্বৈরথে শেষ চারটি দ্বিপাক্ষিক সিরিজেই জয়লাভ করেছে ভারত। এর মধ্যে দুটি সিরিজ জয় এসেছে ইংল্যান্ডের মাটিতেই। টি ২০ বিশ্বকাপে পারস্পরিক দ্বৈরথেও ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। শেষবার টি ২০ বিশ্বকাপে সাক্ষাৎ হয়েছিল ২০১২ সালে। কলম্বোয় সেবার রোহিত শর্মার অর্ধশতরান ও হরভজন সিংয়ের চার উইকেট জিতিয়েছিল ভারতকে।

ইংল্যান্ডের চিন্তা

ইংল্যান্ডের চিন্তা

ইংল্যান্ড চলতি টি ২০ বিশ্বকাপে একটিও ম্যাচ খেলেনে অ্যাডিলেড ওভালে। ভারত অবশ্য এখানে হারিয়েছে বাংলাদেশকে। ২০১৫ সালের বিশ্বকাপে এই অ্যাডিলেডেই বাংলাদেশের কাছে হেরে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। ভারত তথা বিরাট কোহলির অ্যাডিলেডের রেকর্ড বেশ ঈর্ষণীয়। এখানে ভারত টি ২০ আন্তর্জাতিকে কখনও হারেনি। সেই ধারা অব্যাহত রাখতে পারলেই বাজিমাত করে ফেলবে রোহিত শর্মার দল।

 টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতকে চিন্তায় রাখবে গ্রহের অবস্থান, কিন্তু কীভাবে? টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতকে চিন্তায় রাখবে গ্রহের অবস্থান, কিন্তু কীভাবে?

English summary
T20 World Cup: Quick Look At The Statistics Ahead Of India vs England Semi Final In Adelaide. It Has Been Nine Years Since India's Men's Team Won Their Last ICC Trophy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X