For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল কি এবার ৭ বছর আগের মতো? ভারত-পাক ফাইনালের রাস্তাও কীভাবে খোলা?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে কোন চারটি দল উঠবে বা কার বিরুদ্ধে কে খেলবে তা স্পষ্ট হয়ে যাবে রবিবারের মধ্যেই। তবু চলছে নানাবিধ জল্পনা। সুপার ১ এবারের বিশ্বকাপের গ্রুপ অব ডেথ। সেমিফাইনালের দৌড়ে রয়েছে চারটি বড় দেশ। এমনকী গ্রুপ ২ আপাতনিরীহ দেখালেও সেখানেও জমে গেল শেষ চারে ওঠার লড়াই।

পাকিস্তানের জয়ে বাংলাদেশ বিপাকে

পাকিস্তানের জয়ে বাংলাদেশ বিপাকে

গ্রুপ এ-তে আজ পাকিস্তানকে হারালেই শীর্ষস্থান দখল করতে পারতো দক্ষিণ আফ্রিকা। কিন্তু পাকিস্তানের কাছে তেম্বা বাভুমার দল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে গিয়েছে ৩৩ রানে। এর ফলে প্রোটিয়াদের ৪ ম্যাচে রয়েছে ৫ পয়েন্ট, নেট রান রেট নেমে হয়েছে ১.৪৪১। ভারত ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে,. নেট রান রেট ০.৭৩০। ভারত যদি জিম্বাবোয়ের কাছে হেরে না যায় তাহলেই রোহিত শর্মারা পৌঁছে যাবেন শেষ চারে। মেলবোর্নে বৃষ্টির জেরে এই ম্যাচটি ভেস্তে গেলেও ভারত পৌঁছে যাবে সাত পয়েন্টে। যেখানে পাকিস্তান বা বাংলাদেশের পৌঁছানো সম্ভব হবে না।

পাকিস্তানের শেষ চারের সম্ভাবনা ক্ষীণ

পাকিস্তানের শেষ চারের সম্ভাবনা ক্ষীণ

দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ডাচরা শুধু হারিয়েছে জিম্বাবোয়েকে। ফলে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিতলেই সাত পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে। যদি ওই ম্যাচ ভেস্তে যায় তাহলে প্রোটিয়াদের দাঁড়িয়ে থাকতে হবে ছয় পয়েন্টে। পাকিস্তান ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। তাদের নেট রান রেট ১.১১৭। ফলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালে এবং যদি দক্ষিণ আফ্রিকা পয়েন্ট খুইয়ে ফেলে তাহলে বাবরদের শেষ চারে যাওয়ার রাস্তা খোলা থাকবে। বাংলাদেশ আজ পাকিস্তানের জয়ের ফলে কার্যত বিদায় নিয়ে নিল। একমাত্র যদি দক্ষিণ আফ্রিকা শেষ ম্য়াচে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় এবং বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলেই শাকিবরা শেষ চারে যেতে পারবেন, নচেৎ নয়।

ভারত-পাক ফাইনাল হতে পারে?

ভারত-পাক ফাইনাল হতে পারে?

অনেক ক্রিকেটপ্রেমী চাইছিলেন ভারত-পাকিস্তান ফাইনাল হোক। সেই সম্ভাবনা এখন জিইয়ে রয়েছে শুধু অঙ্কের নিয়মে। সেটা হওয়ার দুটি শর্ত। ১) দক্ষিণ আফ্রিকাকে হারাবে নেদারল্যান্ডস এবং পাকিস্তান জয় ছিনিয়ে নেবে বাংলাদেশের বিরুদ্ধে। ২) দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল এবং বাংলাদেশকে পাকিস্তান এমন ব্যবধানে হারাল যাতে নেট রান রেটে প্রোটিয়াদের টেক্কা দেওয়া যায়। সেক্ষেত্রে দুই দলই ৪ ম্যাচে ৬ পয়েন্টে থাকবে। নেট রান রেটের নিরিখে সেমিফাইনালে যাবে পাকিস্তান। তারপর সেমিফাইনাল জিততে হবে ভারত ও পাকিস্তানকে। বাংলাদেশের নেট রান রেট যেহেতু মাইনাস (-) ১.২৭৬, ফলে শেষ ম্যাচে জিতলেও শাকিবদের তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের দিকে।

গ্রুপ ১-এর সমীকরণ

গ্রুপ ১-এর সমীকরণ

গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড কালই পৌঁছে যেতে পারে সেমিফাইনালে, আইরিশদের হারিয়ে। অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারায় তবু তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে। ইংল্যান্ড হারলেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে, বাটলাররা শ্রীলঙ্কাকে হারালে অজিদের বিদায়। আবার অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাহলে ইংল্যান্ডকে হারালে সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে শ্রীলঙ্কা।

মিতালির ভবিষ্যদ্বাণী

মিতালির ভবিষ্যদ্বাণী

অস্ট্রেলিয়ায় শেষবার বিশ্বকাপের আসর বসেছিল ২০১৫ সালে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ছিল আয়োজক দেশ। ৫০ ওভারের বিশ্বকাপে সেবার সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস মেথডে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ স্টার স্পোর্টসে বলেন, অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে। অপর সেমিফাইনালিস্ট হয় ইংল্যান্ড নয়তো অস্ট্রেলিয়া। তবে ফাইনাল হবে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মিতালির ভবিষ্যদ্বাণী মেলার সম্ভাবনাও প্রবল।

দক্ষিণ আফ্রিকার পরাজয়ে বিরাট সুবিধা ভারতের, টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে রোহিতদের সামনে কারা? দক্ষিণ আফ্রিকার পরাজয়ে বিরাট সুবিধা ভারতের, টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে রোহিতদের সামনে কারা?

English summary
T20 World Cup 2022: Mithali Raj Predicts India vs New Zealand Final. There Are Small Chances Of India vs Pakistan Final In The T20 World Cup Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X