For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কোনও একটি দল যাবে শেষ চারে

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে ফের অঘটন। নেদারল্যান্ডসের কাছে সুপার টুয়েলভের শেষ ম্য়াচেও হেরে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডাচদের হারালেই শেষ চার নিশ্চিত হতো তেম্বা বাভুমার দলের। প্রোটিয়াদের অপ্রত্যাশিত পরাজয়ে জিম্বাবোয়ে ম্যাচ খেলতে নামার আগেই ভারত চলে গেল সেমিফাইনালে। তাও আবার গ্রুপশীর্ষে থেকে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যারা জিতবে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে।

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত

অ্যাডিলেডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছিল। জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি। এর ফলে দক্ষিণ আফ্রিকা টি ২০ বিশ্বকাপ অভিযান শেষ করল ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। প্রোটিয়াদের নেট রান রেট ০.৮৭৪। আজ যদি দক্ষিণ আফ্রিকা জিতে যেত তাহলে পাকিস্তান ও বাংলাদেশের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যেত। কেন না, অঘটন না ঘটল শক্তি ও ভারসাম্যের নিরিখে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া কঠিন হবে না ভারতের।

রোহিত শর্মার দলের দখলে রয়েছে ৪ ম্যাচে ৬ পয়েন্ট। ভারতের নেট রান রেট ০.৭৩০। মেলবোর্নে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তেও যায় তাহলেও ভারতের পয়েন্ট হবে সাত। ভারত যদি জিম্বাবোয়ের কাছে হেরেও যায় তাহলে সুপার টুয়েলভ অভিযান শেষ করবে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়েই। দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় ৬ পয়েন্টে পৌঁছাতে পারবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে কোনও একটি দল। ফলে প্রোটিয়ারা হারতেই ভারত-জিম্বাবোয়ে ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। কিন্তু নেট রান রেটের নিরিখে এই ম্যাচের গুরুত্ব থাকবে। কেন না, ভারত আজ জিতলে গ্রুপশীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ম্যাচ চলছে অ্যাডিলেডে। শেষ পাওয়া খবরে বাংলাদেশ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে। পাকিস্তান এই মুহূর্তে পয়েন্ট তালিকার তিনে রয়েছে। ৪ ম্যাচে বাবর আজমদের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। নেট রান রেট এই গ্রুপে সকলের চেয়ে ভালো (১.১১৭)। নেদারল্যান্ডস ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করেছে বাংলাদেশকে পাঁচ নম্বরে নামিয়ে। বাংলাদেশের ৪ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ১.২৭৬। একমাত্র ভারত হারলে এবং পাকিস্তান জিতলে তবেই বাবররা নেট রান রেটে রোহিতদের পিছনে ফেলে গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যেতে পারবে। নচেৎ নয়। ফলে ভারতের গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যেমন প্রায় নিশ্চিত, তেমনই পাকিস্তান আজ জিতলে থাকলে ফাইনালে ভারত-পাক দ্বৈরথের সম্ভাবনাও।

English summary
T20 World Cup: India Have Reached Semi Finals After Netherlands Knocked Out South Africa. The Winer Of Pakistan vs Bangladesh Match Will Reach Last Four.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X