For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান কোন হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার? জানুন মজার তথ্য

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। পরের দিন অ্যাডিলেডে ভারতের সামনে ইংল্যান্ড। বিশ্বের বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই চাইছেন ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হোক। তবে মজার ব্যাপার হলো, এই দুই দলের এবারের বিশ্বকাপ অভিযানে তাদের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের দারুণ মিল রয়েছে।

ভারতের মিল

ভারতের মিল

ভারত ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছে। সেটি ছিল ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে ২০০৭ সালে ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে একবারই টি ২০ বিশ্বজয়ের স্বাদ পেয়েছে। ২০১১ সালে ভারত গ্রুপ পর্যায়ে একমাত্র দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। এবারের টি ২০ বিশ্বকাপে ভারত সুপার টুয়েলভে একমাত্র প্রোটিয়াদের কাছে হেরেছে। ২০১১ সালের মতো এবারও ২ বল বাকি থাকতে ভারত পরাস্ত হয়। ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে বেঙ্গালুরুতে হেরেছিল ইংল্যান্ড। এবারও টি ২০ বিশ্বকাপে আইরিশদের কাছে ইংল্যান্ড হেরেছে। ২০১১ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ভারত হারিয়েছিল পাকিস্তান ও নেদারল্যান্ডসকে। এবারও এই দুটি দেশকে টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের হারিয়েছে ভারত। এবার ২০১১ সালের মতো ভারত চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তা জানতে আর কয়েকটি দিনের অপেক্ষা।

পাকিস্তানের আশা

পাকিস্তানের আশা

পাকিস্তান ১৯৯২ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল। সেবার প্রথম ম্যাচে মেলবোর্নে হেরেছিল ওয়স্ট ইন্ডিজের কাছে, এবার এমসিজিতে সুপার টুয়েলভে নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে। গ্রুপ পর্যায়ে সেবারও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান, এবারের টি ২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানকে হারায় সুপার টুয়েলভে। ১৯৯২ সালের মতো এবারও তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তান ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। এবারের টি ২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল পাকিস্তান। ১৯৮৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের কাছে হেরেছিল পাকিস্তান। ১৯৯২ সালের মতো এবারও এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এই পরিসংখ্যান হাসি ফোটাবে পাক সমর্থকদের মুখে।

প্রথম সেমিফাইনালের আম্পায়াররা

প্রথম সেমিফাইনালের আম্পায়াররা

বুধবার পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন মারাইস এরাসমাস ও রিচার্ড ইলিংওয়ার্থ। ক্রিস ব্রড ম্যাচ রেফারি। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গঘ।

দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালরা

দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালরা

বৃহস্পতিবারের ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল পরিচালনা করবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। ক্রিস গ্যাফানি তৃতীয় আম্পায়ার। রড টাকার থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

English summary
T20 World Cup 2022: ICC Announces The Match Officials For The Semi Finals. Know The Fun Facts Of India And Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X