For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্শদীপের শাপমুক্তি মেলবোর্নে! পাকিস্তানের বিরুদ্ধে স্বপ্নের স্পেল মিলিয়ে দিল রায়নার ভবিষ্যদ্বাণী

Google Oneindia Bengali News

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলেছিলেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষের কবলে পড়েছিলেন অর্শদীপ সিং। তাঁকে দেশদ্রোহী তকমাও দেওয়া হয়েছিল। যদিও সেই ঘটনার পর অর্শদীপ ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই। আজ পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন অর্শদীপ। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

বাবরকে ফিরিয়ে মেলালেন রায়নার কথা

টি ২০ বিশ্বকাপে নিজের প্রথম ওভারের প্রথম বলেই তিনি আউট করে দেন পাক অধিনায়ক বাবর আজমকে। রিভিউ নিয়েও লাভ হয়নি, লেগ বিফোর হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ অনেকাংশেই নির্ভরশীল বাবর আজম ও মহম্মদ রিজওয়ান জুটির উপর। ১.১ ওভারে ১ রানে বাবরের উইকেটটি হারায় পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচের আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবরের উইকেটটি তুলে নেবেন অর্শদীপ। ম্যাচে সেই ভবিষ্যদ্বাণী মিলতেই আপ্লুত নেটাগরিকরা।

স্বপ্নের স্পেল অর্শদীপের

স্বপ্নের স্পেল অর্শদীপের

এরপর চতুর্থ ওভার তথা ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে রিজওয়ানের উইকেটটিও তুলে নেন অর্শদীপ। ১২ বলে ৪ রান করে আউট হন রিজওয়ান। পাকিস্তানের দ্বিতীয় উইকেটটি পড়ে ১৫ রানের মাথায়। প্রথম স্পেলে অর্শদীপের বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ১০ রানের বিনিময়ে দুই উইকেট। পাওয়ারপ্লে-তে ভুবনেশ্বর কুমার ও অর্শদীপের দাপুটে বোলিংয়ের সৌজন্যে পাকিস্তানের স্কোর ছিল ৬ ওভারে ২ উইকেটে ৩২। ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬০ রান।

মেলবোর্নের মহারণেই শাপমুক্তি

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তান ১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করছিল। ১৮তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে আসিফ আলির ক্যাচ ফেলেছিলেন শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো অর্শদীপ। সেই সময় আসিফ খাতা খোলেননি, পাকিস্তানের স্কোর তখন ছিল ৪ উইকেটে ১৫১। ৮ বলে ১৮ রান করা আসিফ আলিকে শেষ ওভারে আউট করেছিলেন অর্শদীপ। কিন্তু সাত রানের পুঁজি নিয়ে বল হাতে দলকে জেতাতে পারেননি। এরপরই তাঁকে প্রবল সমালোচনায় বিদ্ধ হতে হয়। অর্শদীপ সিংয়ের বাবা দর্শন সিং তখন বলেছিলেন, এই সমালোচনা তাঁর পুত্রকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। এদিনের ম্যাচে যেন সেই কথাই অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো।

আপ্লুত ক্রিকেটপ্রেমীরা

অর্শদীপকে যাঁরা সমালোচনায় বিদ্ধ করেছিলেন আজ তাঁদের মুখ লুকানোর দিন। দেশদ্রোহী তকমা লাগানোই অর্শদীপকে তাতিয়ে দিয়েছে বলে উপলব্ধি ক্রিকেটপ্রেমীদের। অর্শদীপের দুরন্ত বোলিংয়ের প্রশংসা করে তাঁর পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা। তাঁদের আশা চলতি টি ২০ বিশ্বকাপে অর্শদীপই ভারতের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠবেন। আজ কেরিয়ারের চতুর্থ টি ২০ আন্তর্জাতিক খেলছেন অর্শদীপ। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে ২১টি উইকেট।

টি ২০ বিশ্বকাপে ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত, বাবরকে গোল্ডেন ডাক উপহার অর্শদীপেরটি ২০ বিশ্বকাপে ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত, বাবরকে গোল্ডেন ডাক উপহার অর্শদীপের

English summary
T20 World Cup 2022: Fans Heap Praise On Indian Pacer Arshdeep Singh's Performance Against Pakistan. He Removes Pak Openers Babar Azam And Mohammad Rizwan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X