For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে বজ্রপাত! শ্রীলঙ্কার বিরুদ্ধে নেই তারকা স্পিনার

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে এমনিতেই বেকায়দায় অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে গ্রুপ ১-এ গতবারের চ্যাম্পিয়নরা রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে। এই দলগুলির মধ্যে দুটি দল যাবে সেমিফাইনালে। ফলে আজ পারথে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি অ্যারন ফিঞ্চের দলের কাছে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই।

শ্রীলঙ্কা ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ

টস জিতে এই ম্যাচে ফিল্ডিং নিয়েছেন ফিঞ্চ। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীলঙ্কার একাদশে ফিরেছেন ওপেনার পাথুম নিসঙ্কা। শ্রীলঙ্কা ইতিমধ্যেই দুই পয়েন্ট সংগ্রহ করেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। শেষ চারে ওঠার আশা উজ্জ্বল করতে এশীয় চ্যাম্পিয়নরা চাইবে টি ২০ ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের কাছ থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিতে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরের উদ্বেগ বাড়ল তারকা লেগ স্পিনারের অসুস্থতায়।

ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে জানা যায় লেগ স্পিনার অ্যাডাম জাম্পা করোনা আক্রান্ত। টসের সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, দলে একটিই পরিবর্তন করতে হয়েছে। জাম্পার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অ্যাশটন অ্যাগারকে। এরপর সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মিচেল স্টার্ক বলেন, এখনও অবধি যা জানি তাতে জাম্পার মৃদু করোনা উপসর্গ রয়েছে। ফলে চিন্তার কিছু নেই। কয়েক দিনের ব্যবধানে আমাদের বিভিন্ন শহরে চারটি ম্যাচ খেলতে হচ্ছে। সে কারণেই তাঁকে আজ বিশ্রামে রাখা হলো। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ। আশা করছি, জাম্পা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আজকের ম্যাচে অ্যাগার সুযোগ পেয়েছেন, তাঁর জন্যও ভালো লাগছে।

করোনা আক্রান্ত হয়েও চলতি বিশ্বকাপে কোনও ক্রিকেটার খেলতে পারবেন বলে জানিয়ে রেখেছে আইসিসি। গত রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেই ম্য়াচ খেলেন আয়ারল্যান্ডের করোনা আক্রান্ত ক্রিকেটার জর্জ ডকরেল। কমনওয়েলথ গেমসে ভারতের বিরুদ্ধে ফাইনালে অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath) খেলেছিলেন করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও। আজকের ম্যাচে জাম্পার প্রথম একাদশে থাকা নিশ্চিত ছিল। নিয়ম অনুয়ায়ী তিনি খেলতেও পারতেন। কিন্তু আগামী ম্যাচগুলির কথা ভেবে ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো

অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড

English summary
T20 World Cup 2022: Australia Leg-spinner Adam Zampa Tested Positive For Covid-19. Ashton Agar Replaced Zampa In The Starting XI Against Sri Lanka In Perth.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X