For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনের সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসায় কোহলি, ভারত-পাক ম্য়াচে শেষ বলে দিয়েছিলেন কোন পরামর্শ?

Google Oneindia Bengali News

বল হাতে উইকেট পাননি। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন 'কুল' থেকে শেষ বলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় নিশ্চিত করেছেন ব্যাট হাতে। অশ্বিনের উপস্থিত বুদ্ধির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল বিরাট কোহলির গলায়। অশ্বিন যখন ব্যাট করতে আসেন তখন ভারতের জিততে শেষ বলে দরকার ২ রান। অশ্বিনের ব্যাট থেকে উইনিংস শট আসতেই নিশ্চিত হয় স্মরণীয় জয়। ৩৬৪ দিনের মাথায় বিশ্বকাপের আসরেই গত টি ২০ বিশ্বকাপের মধুর প্রতিশোধ নেয় ভারত।

অশ্বিনের সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসায় কোহলি

১৯.৫ ওভারে মহম্মদ নওয়াজের বলে আউট হন দীনেশ কার্তিক। ফলে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৫৮। জয়ের টার্গেট ১৬০। উইকেটের অপর প্রান্তে তখন বিরাট কোহলি। যাঁর ব্যাটে ভর করে তখন রোহিত শর্মার দল জয়ের দোরগোড়ায়। শেষ বলে এক রান এলে টাই হবে। ফলে জিততে হলে দুই রান কীভাবে তোলা সম্ভব সে ব্যাপারে অশ্বিনকে পরামর্শ দেন কিং কোহলি। অশ্বিনের মাথায় ছিল অন্যরকম পরিকল্পনা।

ম্যাচের শেষে স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলি বলেন, যখন ওভারে ১৫-১৬ রান দরকার, সেখান থেকে সমীকরণ যদি ২ বলে ২ রানে এসে দাঁড়ায় তখন লক্ষ্যে প্রায় পৌঁছে যাওয়ার কথা ভেবে কেউ রিল্যাক্সড হয়ে পড়েন, কেউ অতি-উত্তেজিতও হতে পারেন। ঠিক এই সময়েই দীনেশ কার্তিক আউট হন। অশ্বিন ব্যাট করতে নামার সময় তাঁকে বলি কভার অঞ্চলে বল পাঠাতে। কিন্তু অশ্বিনের মাথায় অতিরিক্ত বুদ্ধি কাজ করছিল বলে মনে করেন কিং কোহলি। তাঁর কথায়, অশ্বিন খুবই সাহসী ছিলেন। নওয়াজের ডেলিভারিতে ভিতরের দিকে ঢুকে ওয়াইড আদায় করে নিলেন। এরপর দরকার ছিল শুধু বলটিকে গ্যাপে পাঠানো। তাহলেই আমাদের জয় নিশ্চিত হতো, যা হয়েছেও।

অশ্বিনের এই বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন কিং কোহলি। কেন না, বলটি তিনি কোনওভাবে মিস করলে ভারত ম্যাচটি হেরেও যেতে পারতো। অশ্বিন যেভাবে ওয়াইডটি আদায় করে নিয়েছেন সেটাও মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। এতে ভারতের লক্ষ্যে পৌঁছানো আরও সহজ হয়ে যায়। এরপর ইনিংসের শেষ বলটিকে মিড অফ ফিল্ডারের উপর দিয়ে পাঠিয়ে জয়সূচক রানটি পেয়ে যান অশ্বিন। গতকালের ম্যাচে বল হাতে বিশেষ সুবিধা করতে পারেননি। ৩ বলে ২৩ রান খরচ করে কোনও উইকেট পাননি।

ভারতের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ওই ম্যাচে যুজবেন্দ্র চাহালকে প্রথম একাদশে আনার ভাবনাচিন্তা চলছে। আজই সিডনি পৌঁছেছে ভারতীয় দল। গতকালের ম্যাচে এক ওভারে অক্ষর প্যাটেল ২১ রান দেওয়ায় তাঁকে আর বল করতে ডাকেননি রোহিত। অশ্বিন যখন ব্যাট হাতে আত্মবিশ্বাস দেখাচ্ছেন তখন উইকেটটেকার চাহাল আসতেই পারেন ভারতের একাদশে।

English summary
T20 World Cup 2022: Virat Kohli Praises Ravichandran Ashwin's Presence Of Mind In Win Over Pakistan. According To Kohli, Ashwin Was Brave In Final Over.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X