For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে নজরে হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, নেদারল্যান্ডস ম্যাচে কাকে খেলানোর পরামর্শ গাভাসকরের?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিডনিতে খেলতে নামবে ভারত। ম্যাচের আগের দিন ভারতীয় দলের অনুশীলন রাখা হয়নি। আজ ছিল ঐচ্ছিক অনুশীলন। যদিও রবিচন্দ্রন অশ্বিন বাদে পাকিস্তান ম্য়াচে ভারতের একাদশে থাকা কোনও বোলার আজ প্র্যাকটিসে নামেননি। বিশ্রামে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর দেওয়া হচ্ছে।

উইনিং কম্বিনেশন ভাঙছে

উইনিং কম্বিনেশন ভাঙছে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে ভারত নেদারল্যান্ডস ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চলেছে বলে সূত্রের খবর। এতে বিকল্প ক্রিকেটারদের ফর্মও দেখে নেওয়া যাবে। সুনীল গাভাসকর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, হার্দিকের যদি হাল্কা চোট থাকে তাহলে তাঁকে বিশ্রাম দেওয়া উচিত। কেন না, রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তাই যাঁর সামান্য হলেও চোট-আঘাতের সমস্যা রয়েছে তাঁদের বিশ্রাম দিয়ে রবিবারের ম্যাচে ফ্রেশ হয়ে মাঠে নামার সুযোগ করে দেওয়া প্রয়োজন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে টি ২০ ক্রিকেটে কাউকেই হাল্কাভাবে নেওয়া যায় না।

হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

হার্দিক পাণ্ডিয়া পাকিস্তান ম্যাচে ক্র্যাম্পের সমস্যায় পড়েছিলেন। সেই ম্যাচে বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বিরাট কোহলির সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক। ম্যাচের পর মিক্সড জোনে তাঁকে ক্র্যাম্প নিয়ে প্রশ্ন করা হলে হার্দিক বুঝিয়ে দিয়েছিলেন সেটি তেমন গুরুতর কিছু নয়। মেলবোর্নের মাঠ বড়। সেখানে বড় শট খেলা বেশি যায়নি। হার্দিক সাংবাদিকদের বলেন, এই ম্যাচের মতো আগে টি ২০ ম্যাচে দৌড়ে এত রান নিইনি। হার্দিকের মতো অলরাউন্ডার ভারতীয় দলের সম্পদ। বিশ্বকাপে যাতে ফের তিনি চোটের কবলে না পড়েন, সেদিকে লক্ষ্য রেখে পাণ্ডিয়াকে ডাচদের বিরুদ্ধে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ইন্ডিয়ার। হার্দিক না খেললে দীপক হুডাকে পাঁচে পাঠিয়ে দীনেশ কার্তিককে ছয়ে খেলানোর পরামর্শ দিয়েছেন গাভাসকর।

শামিকে খেলানোর পরামর্শ গাভাসকরের

শামিকে খেলানোর পরামর্শ গাভাসকরের

মহম্মদ শামিকে নেদারল্যান্ডস ম্যাচে নামানোর পরামর্শও দিয়েছেন গাভাসকর। তার কারণ শামি খুব বেশি ক্রিকেট সম্প্রতি খেলেননি। আজকের অনুশীলনে শামিও ছিলেন না। কাল ভারতীয় দলের প্র্যাকটিস রাখা হয়নি। সানি কিন্তু মনে করেন, শামির প্র্যাকটিসে আসা উচিত ছিল। গাভাসকরের কথায়, নেদারল্যান্ডস যদিও পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার মতো দল নয়, কিন্তু ভারতের কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই রিল্যাক্স থাকা উচিত নয়।

রোহিতের ফর্ম

রোহিতের ফর্ম

রোহিত শর্মা গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রান করেছিলেন। তারপর থেকে তাঁর রান যথাক্রমে ০ (প্রোটিয়াদের বিরুদ্ধে), ৩ (পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে), ১৫ (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) এবং ৪ (পাকিস্তানের বিরুদ্ধে)। গাভাসকর মনে করেন, রোহিত যত দ্রুত ফর্মে ফিরবেন ততই মঙ্গল। গাভাসকরের কথায়, রোহিতের দক্ষতা প্রশ্নাতীত। রোহিত চেনা ছন্দে থাকলে তাঁর পরে যাঁরা ব্যাট করতে আসবেন তাঁদের কাজটা সহজ হয়ে যাবে। শুরুটা ভালো হলে চার বা পাঁচে নামা ব্যাটাররা শুরু থেকে চালিয়ে খেলতে পারবেন বলে মনে করেন সানি। তিনি বলেছেন, শুরুটা একটু মন্থর হলেও ক্ষতি নেই। ৩১ রানে চার উইকেট হারানোর চেয়ে ৪০ রানে ১ উইকেট, এমন পরিস্থিতিই অনেক ভালো।

(ছবি- হার্দিক পাণ্ডিয়ার ইনস্টাগ্রাম)

English summary
T20 World Cup 2022: Sunil Gavaskar Opines India Should Give Hardik Pandya Rest Against Netherlands On Thursday. According To Sunny, Deepak Hooda Will Be Ideal Choice.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X