For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে কাল শ্রীলঙ্কা বনাম নামিবিয়া, নেদারল্যান্ডস বনাম সংযুক্ত আরব আমিরশাহী

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় কাল থেকে শুরু হয়ে যাচ্ছে টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে গ্রুপ এ-র প্রথম ম্যাচে ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা খেলতে নামবে নামিবিয়ার বিরুদ্ধে। এরপর ভারতীয় সময় বেলা দেড়টা থেকে এই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরশাহী।

টি ২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের জোড়া ম্যাচ রবিবার

এশিয়া কাপ জেতার সুবাদে শ্রীলঙ্কা রয়েছে আত্নবিশ্বাসের তুঙ্গে। প্রতি গ্রুপ থেকে দুটি দল, অর্থাৎ মোট চারটি দল যাবে সুপার টুয়েলভে। শ্রীলঙ্কা ফেভারিট হিসেবেই কালকের ম্যাচে নামবে। দাসুন শনাকার দল যেভাবে এশিয়া কাপে পারফরম্যান্স উপহার দিয়েছে তাতে তাদের এবারের বিশ্বকাপে মোটেই হেলাফেলা করা যাবে না। গত বছর নামিবিয়া সুপার টুয়েলভে খেলেছিল। এবারও এই গ্রুপ থেকে তারা যেতে চাইবে শেষ ১২-তে। অধিনায়ক জেরার্ড এরাসমাসের পাশাপাশি ডেভিড উইসে, জান ফ্রিলিঙ্ক, বার্নার্ড স্কলজ, স্টিফেন বার্ডদের মতো ক্রিকেটারদের দিকেই ভালো ফলের জন্য তাকিয়ে থাকবে নামিবিয়া।

২০১৪ সালের টি ২০ বিশ্বকাপের মূলপর্বে শেষবার খেলা সংযুক্ত আরব আমিরশাহী এবার বিশ্বকাপ অভিযান শুরু করছে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। ইউএই-র অধিনায়ক সিপি রিজওয়ান, ডাচদের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টি ২০ আন্তর্জাতিকে এই দুই দেশের দ্বৈরথ হয়েছে ৮ বার, দুই দলই চারটি করে ম্যাচ জিতেছে। আইসিসি ইভেন্টে অবশ্য নেদারল্যান্ডসের পারফরম্যান্সই বেশি ভালো। চারটির মধ্যে তিনটিতেই তারা ইউএই-কে হারিয়েছে হয় বিশ্বকাপের ম্যাচে, নয়তো কোয়ালিফায়ারে। গত টি ২০ বিশ্বকাপে অবশ্য ডাচরা প্রথম তিনটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ইউএই-র জাহুর খান ও নেদারল্যান্ডসের বাস ডে লিডের দিকে নজর থাকবে।

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

একনজরে দেখে নেওয়া যাক গ্রুপ এ-র চারটি দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে-

শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দানুষ্কা গুণতিলকা, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, মাহিশ থিক্ষণা, দিলশান মাদুশঙ্কা

নামিবিয়া- ডিভান লা কক, মাইকেল ভ্যান লিনজেন, জান নিকোল লফটি-ইটন, জেরার্ড এরাসমাস (অধিনায়ক), জান ফ্রিলিঙ্ক, জেজে স্মিট, ডেভিড উইসে, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন (উইকেটকিপার), বার্নার্ড স্কলজ,ট্যানজেনি লুঙ্গামেনি

নেদারল্যান্ডস- স্টিফেন মাইবার্গ, ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), রোলফ ভ্যান ডার মারউই, টিম ভ্যান ডার গুগটেন, শরিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, ব্র্যান্ডন গ্লোভার

সংযুক্ত আরব আমিরশাহী- মহম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, আরিয়ান লাকরা, বৃত্ত অরবিন্দ (উইকেটকিপার), সিপি রিজওয়ান (অধিনায়ক), বেসিল হামিদ, আরিয়ান আফজল খান, জাওয়ার ফরিদ, কার্তিক মেয়াপ্পন, জুনেইদ সিদ্দিকি, জাহুর খান

English summary
T20 World Cup 2022: Sri Lanka Will Take On Namibia In The First Match Of Round 1 In Geelong. Netherlands Will Face UAE In Another Match Of Group A.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X