For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনকে দিয়ে কেন ১৮তম ওভার? যুক্তি দিলেন রোহিত, অসন্তোষ ফিল্ডিং নিয়েও

  • |
Google Oneindia Bengali News

রোহিত শর্মার ভারত চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম পরাজয়ের সম্মুখীন হলো। বিশ্বের ১ নম্বর টি ২০ দলের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দলের ফিল্ডিং এদিন হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। রান আউটের দুটি সহজ সুযোগ তো বটেই, এইডেন মার্করামের সহজ ক্যাচ বিরাট কোহলি যেভাবে মিস করেছেন তা দেখে স্তম্ভিত সকলেই।

অশ্বিন হতাশ করলেন

অশ্বিন হতাশ করলেন

রবিচন্দ্রন অশ্বিন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে কার্যকরী হবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু অশ্বিন ৪ ওভারে দিলেন ৪৩ রান। একটি উইকেটই পেয়েছেন। যদিও মার্করামের সহজ ক্যাচটি তাঁর বলেই ফেলেন বিরাট। এই ক্য়াচটি বিরাট ফেলে না দিলে ভারত ২ পয়েন্ট নিয়েই ফিরতে পারতো। চর্চা চলছে ১৮তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে বল করতে রোহিত শর্মা ডাকায়। তখন প্রোটিয়াদের জিততে দরকার ১৮ বলে ২৫ রান। মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের ওভার বাকি। অশ্বিনকে বল করতে আসতে দেখেই প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলে ওঠেন, ভারত কিন্তু বড় জুয়া খেলল! রোহিতের এই সিদ্ধান্ত ব্যুমেরাংও হয়।

শেষ ওভারে স্পিনার চাননি রোহিত

আগাগোড়া পারথের উইকেট এদিন সাহায্য করেছে পেসারদের। কিন্তু অশ্বিনের হাতেই ১৮তম ওভারটি করার জন্য বল তুলে দেন রোহিত। প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ডেভিড মিলার। এই ওভারের চতুর্থ বলে অশ্বিন ট্রিস্টান স্টাবসের উইকেটটি তুলে নিলেও শেষ ২ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের সমীকরণ দাঁড়ায় ২ বলে ১২ রান দরকার। চলতি টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শেষ ওভারে ১৬ রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে জেতাতে পারেননি স্পিনার মহম্মদ নওয়াজ। সেই ঘটনার কথা মাথায় রেখেই তিনি অশ্বিনকে শেষ ওভারে আনতে চাননি বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিতের কথায়, শেষ ওভারে স্পিনারদের কী অবস্থা হচ্ছে সেটা দেখেছি। ফলে আমি অন্যরকম পরিকল্পনা করি। অশ্বিনকে শেষ ওভারে আনতে চাইনি। সিমাররা ভালো বোলিং করেছেন। সকলকেই সঠিক জায়গায় ব্যবহার করাই আমার লক্ষ্য ছিল। স্টাবস তখনই নেমেছেন। তাই অশ্বিনই ওই সময় বল করার আদর্শ বোলার হবেন বলে ভেবেছিলাম। কিন্তু এমনটা হতেই পারে। মিলারও ভালো কিছু শট খেলেছেন।

অজুহাত নয়

১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ৩ উইকেটে ৪০। রোহিতের কথায়, এই সময় সব দলই মনে করবে ম্যাচের রাশ তাদের হাতে রয়েছে। পারথের উইকেটে এমনই ছিল যে সিমাররা যে কোনও সময় উইকেট পেতে পারতেন। মার্করাম-মিলারের জুটিই যে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছে সে কথা মানতে দ্বিধা নেই রোহিতের। তিনি আরও বলেন, আমরা আজ কিছুটা খারাপ ফিল্ডিং করেছি। অনেক সুযোগ হাতছাড়া করেছি, যা একেবারেই প্রত্যাশিত নয়। এমন ঠাণ্ডায় আগে খেলেছি। তাই আবহাওয়াকে অজুহাত দিচ্ছি না। আমরা আজ ভালো খেলতে পারিনি।

ফিল্ডিংয়ের খামতি

রোহিত আরও বলেন, আগের দুটি ম্যাচে আমাদের ফিল্ডিং বেশ ভালো হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য ছিল। কিন্তু সুযোগ হাতছাড়া করেছি বেশ কয়েকটি। আমিও রান আউট মিস করেছি। তবে দলের সকলকে মাথা উঁচু রাখতেই বলব। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এমন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে সে ব্যাপারে সতীর্থরা আরও সচেতন হবেন বলেই উপলব্ধি হিটম্যানের। আপাতত সামনের ম্যাচগুলিতেই ফোকাস স্থির রাখতে চাইছেন ভারত অধিনায়ক।

English summary
T20 World Cup 2022: Rohit Sharma Reveals Reason Why He Has Called Ashwin To Bowl The 18th Over. Indian Captain Is Not Happy With Fielding Standard Against South Africa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X