For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চাপ বাড়ায় স্বস্তি পাকিস্তানের! বৃষ্টি বাঁচিয়ে দিল জিম্বাবোয়েকে

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। গ্রুপ ২-এর এই ম্যাচটিতে হোবার্টে প্রোটিয়ারা নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছিল। মিনিট দশেক আর খেলা হলেই ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো তেম্বা বাভুমার দল। তবে বৃষ্টি বরাবরই বড় মঞ্চে ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এবারও তার ব্যতিক্রম হলো না।

জিম্বাবোয়ে প্রাথমিক বিপর্যয় সামলে ৭৯

বৃষ্টির জেরে টস হয়েছিল দেরিতে। টস জিতে ব্যাটিং নিয়েছিল জিম্বাবোয়ে। খেলা শুরুর আগে জাতীয় সংগীত শেষ হতেই ফের বৃষ্টি নামে।এর ফলে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৯। ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবোয়ে ৩.৪ ওভারে ১৯ রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায়। রেজিস চাকাভা ৮, ক্রেগ আরভিন ২, সিন উইলিয়ামস ১ ও সিকান্দর রাজা ০ রানে আউট হন। সেখান থেকে জিম্বাবোয়ে ৯ ওভারে তোলে ৫ উইকেটে ৭৯। ওয়েসলি মাধেভেরে ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৮ রান করেন মিল্টন শুম্বা। লুঙ্গি এনগিডি ২ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। আনরিখ নরকিয়া ২ ওভারে ১০ ও ওয়েন পারনেল ২ ওভারে ৬ রান খরচ করে একটি করে উইকেট নেন।

বৃষ্টিতে জয় হাতছাড়া

দক্ষিণ আফ্রিকা ঝড়ের গতিতে রান তুলতে থাকে। প্রোটিয়াদের স্কোর যখন ১.১ ওভারে বিনা উইকেটে ২৪ তখন ফের বৃষ্টি নামে। এরপর খেলা শুরু হলে নতুন টার্গেট স্থির হয় ৭ ওভারে ৬৪ রান করতে হবে। ৩ ওভারের শেষে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৫১। পাঁচ ওভারের খেলা হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে যে রান তুলতে হতো তার চেয়ে বেশিই ছিল প্রোটিয়াদের রান। কিন্তু ফের বৃষ্টি নামায় তেম্বা বাভুমার দল নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়। খেলা বৃষ্টির পর শুরু হলে জয় আসতে বেশি সময় লাগতো না। কিন্তু জোরে বৃষ্টি নামায় সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। আটটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৮ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন কুইন্টন ডি কক। বাভুমা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।

চাপে পড়ল দক্ষিণ আফ্রিকা

ম্যাচ ভেস্তে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ১ পয়েন্ট করে আদায় করল। যা ভবিষ্যতে সমস্যায় ফেলতেই পারে দক্ষিণ আফ্রিকাকে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। শক্তির নিরিখে বিচার করলে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনও দুটি দলই সেমিফাইনালে যাবে। ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচ ৩০ অক্টোবর। ৩ নভেম্বর পাকিস্তান ম্যাচ।এই ম্যাচগুলিই ঠিক করে দেবে গ্রুপ ২ থেকে সেমিফাইনালিস্ট কারা। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে পয়েন্ট খুইয়ে চাপে পড়ল দক্ষিণ আফ্রিকা। যা কিছুটা অক্সিজেন দেবে পাকিস্তানকে।

কে কোথায় দাঁড়িয়ে?

বাংলাদেশ আজ নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপশীর্ষে রয়েছে। শাকিব আল হাসানের দলের নেট রান রেট ০.৪৫০। ভারতের ০.০৫০। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ১ পয়েন্ট করে পেয়েছে। পাকিস্তানের নেট রান রেট মাইনাস (-) ০.০৫০। ডাচদের নেট রান রেট মাইনাস (-)০.৪৫০। কাল গ্রুপ এ-র ম্যাচে অস্ট্রেলিয়া পারথে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

 বিরাট ঠিক, আম্পায়ার ভুল! ভারতের জয়ের পথে নো বল মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তনরা বিরাট ঠিক, আম্পায়ার ভুল! ভারতের জয়ের পথে নো বল মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তনরা

English summary
T20 World Cup 2022: Rain Plays Spoilsport In The South Africa vs Zimbabwe Match In Hobart. Both Teams Take A Point Each.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X